এয়ারটেলের সর্বসেরা ধামাকা অফার!

Published On:

 

 

বাংলা হান্ট ডেস্ক ঃ অফারের দিক থেকে এবার জিও কেউ টেক্কা দিতে চলেছে এয়ারটেল। এই অফারের যুগে নিজেদের গ্রাহকদের ধরে রাখতে আরও অভিনব অফার আনল এয়ারটেল।

মাত্র ৩৯৯ টাকা রিচার্জ করে যেখানে মাত্র ১ জিবি ডাটা পাওয়া যাচ্ছিল এবার থেকে তা ১.৪ জিবি করে ডেটা পাওয়া যাবে। ৪৪৮ টাকার রিচার্জে ১.৫ জিবি ডেটার বদলে পাওয়া যাবে ১.৯ জিবি ডেটা।

এবং ৪৯৯ টাকার রিচার্জে দৈনিক ২ জিবি ডেটার বদলে পাওয়া যাবে ২.৪ জিবি ডেটা। এছাড়াও আপনার যদি সাবস্ক্রিপশন নেওয়া থাকে তাহলে এয়ারটেল টিভি তেও নানান রকম সুবিধা পেতে পারেন আপনি। বিস্তারিত জানতে রিটেলারের সাথে যোগাযোগ করুন।

সম্পর্কিত খবর

X