বাংলা হান্ট ডেস্ক : দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলির কাছে রিচার্জ প্ল্যানের বিপুল সম্ভার থাকে। Jio, Airtel এবং Vi-এর মতো সংস্থাগুলি রোজই কোনও না কোনও নতুন প্ল্যান নিয়ে আসে তার গ্রাহকদের জন্য। কখনও নতুন প্ল্যান লঞ্চ করে তো কখনও আবার পুরনো প্ল্যানকেই ঢেলে সাজায়। আর ইউজার পিছু গড় আয় বাড়াতে বাজারে নয়া প্ল্যান আনল ভারতী এয়ারটেল।
বিশেষ করে জিও-র সঙ্গে টক্কর দেওয়ার জন্য বিগত দিনে একাধিক প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যান এনেছে এয়ারটেল। পাশাপাশি এটাও শোনা যাচ্ছে যে গ্রাহক-বান্ধব প্ল্যান নিয়ে আসার পরিকল্পনা অনেক দিন ধরেই করছে এয়ারটেল। তার একমাত্র উদ্দেশ্য, ARPU বা ব্যবহারকারী প্রতি গড় আয় বাড়ানো।
আর এতে নাকি সংস্থার আয় ভালোই বেড়েছে। এই মুহূর্তে Airtel এর ARPU ২০০ টাকা, যা দেশের টেলিকম সেক্টরে সর্বাধিক। তাই তো এবার এয়ারটেল তার গ্রাহকদের জন্য এমন এক প্ল্যান নিয়ে এসেছে যা ১০০ টাকারও কম। প্ল্যানটির জন্য Airtel ব্যবহারকারীদের মাত্র ৯৯ টাকা খরচ করতে হবে। এতেই মিলবে আনলিমিটেড ডেটা।
আরও পড়ুন : ‘ও একেবারেই নির্দোষ’, ছেলে গ্রেফতার হতেই ফোঁস করে উঠলেন যাদবপুর কাণ্ডে ধৃত আসিফ আজমলের মা
এই ৯৯ টাকার প্ল্যানটির সুবিধা হল চালু প্ল্যানের ডেটার কোটা শেষ হয়ে গেলে তখন এটি অ্যাক্টিভ হয়ে যাবে। যদিও প্ল্যানটির বৈধতা ১ দিনের, তবে এতে পেয়ে যাবেন আনলিমিটেড 5G ডেটা। যে সমস্ত শহরে 5G পরিষেবা চালু হয়ে গিয়েছে সেখানে Airtel Truly Unlimited প্ল্যানের লাভ তুলতে পারলেও যেখানে 5G চালু হয়নি সেখানে আনলিমিটেড পরিষেবা পৌঁছে দিতেই মূলত এই পদক্ষেপ।
আরও পড়ুন : আজ শ্রীরামকৃষ্ণের প্রয়াণ দিবস, মৃত্যুর আগে এই বিশেষ জিনিসটি খেতে চেয়েছিলেন ঠাকুর
পাশাপাশি জানিয়ে রাখি আরেক টেলকো VI সম্প্রতি একটি দারুণ অফারের ঘোষণা করেছে। ১৯৯ বা তার উপরে রিচার্জ করলেই পেয়ে যাবেন ৫০ GB ডেটা ফ্রি। আগামী ২১ অগাস্ট পর্যন্তই এই অফার প্রযোজ্য হবে। এছাড়াও যারা ১,৪৪৯ এবং ৩,০০৯৯ টাকার রিচার্জ প্ল্যান কিনবেন তারা ৫০ ও ৭৫ টাকার অতিরিক্ত ছাড় পাবেন।