করবেন না টেনশন! এখনও সস্তায় মিলবে Airtel-Jio-র রিচার্জ প্ল্যান, জেনে নিন সিক্রেট উপায়

বাংলা হান্ট ডেস্ক: Airtel, Jio-র মতো টেলিকম সংস্থাগুলি ইতিমধ্যেই রিচার্জ প্ল্যানের (Recharge Plan) দাম বাড়িয়ে দিয়েছে। যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে গ্রাহকদের ওপর। শুধু তাই নয়, গত ৩ জুলাই থেকে কার্যকর হয়েছে এই বর্ধিত দাম। এমতাবস্থায়, এবার থেকে Airtel, Jio-র রিচার্জ প্ল্যান কেনার ক্ষেত্রে যে গ্রাহকদের পকেটে টান পড়তে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

তবে, রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি ঘটলেও বর্তমান প্রতিবেদনে আমরা আপনাদের কাছে এমন একটি উপায়ের প্রসঙ্গ উপস্থাপিত করব যেটি ব্যবহারের মাধ্যমে গ্রাহকেরা কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন। কারণ, গ্রাহকরা চাইলে এখনও রিচার্জ করার ক্ষেত্রে পেতে পারেন রিওয়ার্ডের সুবিধা। এমতাবস্থায়, আমরা আপনাদের কাছে এমন দু’টি অ্যাপের বিষয় জানাবো যেখান থেকে আপনি সস্তায় রিচার্জ প্ল্যান পেতে পারেন।

   

Airtel-Jio recharge plans will still be cheaper.

Paytm: প্রথমেই আমরা জানাবো Paytm-এর প্রসঙ্গে। বর্তমানে এই অ্যাপের মাধ্যমে রিচার্জ করলে বিভিন্ন অফার পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, Paytm-এর তরফে লাকি উইনার অফার চলছে এবং এতে ব্যবহারকারীরা ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। তবে এই অফারটি সবার জন্য নয়। শুধুমাত্র কিছু বাছাই করা ব্যবহারকারী এই অফারের সুবিধা পেতে পারেন। এমতাবস্থায়, আপনিও এই অফার থেকে লাভবান হতে পারেন।

আরও পড়ুন: বলিউডের এই নায়কের সিনেমা ছাড়া কিছুই দেখেন না ইশা আম্বানি! নিজেই জানালেন নাম

Cred: সাম্প্রতিক সময়ে Cred অ্যাপটিও বেশ ট্রেন্ডে রয়েছে। এই অ্যাপে ক্রেডিট কার্ডের বিল পরিশোধ থেকে শুরু করে মোবাইল রিচার্জ করার সুবিধা পর্যন্ত পাওয়া যায়। পাশাপাশি, আপনি লাকি উইন অফারে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এই অফার না পেলে আপনি ক্যাশব্যাক দাবিও করতে পারেন।

আরও পড়ুন: এক থাপ্পড়েই হলেন বদলি! কঙ্গনাকে চড় মারা CISF কনস্টেবলের হল ট্রান্সফার, পাঠানো হল কোথায়?

তারপর আপনি ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট থেকে শুরু করে বিদ্যুতের বিল পেমেন্ট সহ সবকিছুর জন্য সেই ক্যাশব্যাক ব্যবহার করতে পারেন। এছাড়াও, এই অ্যাপটি ব্যবহার করা বেশ সহজ। কারণ এর ইন্টারফেস অত্যন্ত সরল। যেটি ব্যবহারকারীরাও পছন্দ করছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর