বাংলাহান্ট ডেস্কঃ অবিশ্বাস্য দাম বাড়াতে পারে airtel. এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন এয়ারটেল প্রধান সুনীল ভারতী মিত্তল। তিনি বলেন, আপনি এখন প্রতি মাসে ৪৫ টাকা খরচ করে থাকেন তবে আপনার খরচ শীঘ্রই দ্বিগুণের বেশি মাসে টাকাও হতে পারে।
মিত্তাল ১৬ জিবি ডেটা ১৬০ টাকায় প্রদান করাকে ট্র্যাজেডি হিসাবে উল্লেখ করে আরও যোগ করেছেন যে ব্যাবহারকারীদের এই মূল্যে ১.৬ জিবি ডেটা পাওয়া উচিত বা আরও অনেক বেশি অর্থ প্রদান করা উচিত। যার অর্থ প্রতি জিবি ডেটা ব্যাবহার করতে এখন যেখানে ১০ টাকা খরচ হয় এবার সেখানে ১০০ টাকা খরচ পড়তে পারে।
অর্থাৎ খুব তাড়াতাড়ি বাড়ানো হচ্ছে দাম। এখন, এয়ারটেল ২৪ দিনের জন্য প্রতি মাসে ১ জিবি অফার করে প্রতি মাসে ১৯৯ টাকার বিনিময়ে। মিত্তালের কথা অনুযায়ী, দশ গুণ কমিয়ে প্রতিমাসে মাত্র ২.৪ জিবি করে পাওয়া যেতে পারে ১৯৯ টাকায়। পাশাপাশি, প্রতিমাসে নূন্যতম খরচ ৪৫ থেকে বেড়ে দাঁড়াতে পারে ১০০ টাকায়।
গত ডিসেম্বর মাসেই ৪০ শতাংশ পর্যন্ত রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল vodafone, airtel সহ সব টেলিকম সংস্থাগুলিই। আগামী কয়েক মাসের মধ্যে ফের একবার ১০ শতাংশ পর্যন্ত দাম বাড়াতে পারে vodafone idea, এমনটাই খবর CNBC সূত্রে। জানা যাচ্ছে, সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে ২ থেকে ৫ শতাংশ পর্যন্ত দাম বাড়াতে পারে vodafone। পরবর্তী ৬ মাসে ১০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে এই দাম।
এসবিআই ক্যাপস এর বিশ্লেষক রাজীব শর্মা জানাচ্ছেন, খুব শীঘ্রই ফের একবার দাম বাড়াবে টেলিকম কোম্পানি গুলি। আগামী কয়েক কোয়ার্টারে পর্যায়ক্রমে সেই দাম আরো বাড়বে। প্রশান্ত সিংহল নামের আরো এক বিশ্লেষক জানাচ্ছেন একই কথা। তার মতে করোনা মহামারির কারনে বিপুল ক্ষতির বোঝা বইতে হচ্ছে টেলিকম সংস্থাগুলি। সেই ক্ষতি কমাতেই আগামী ১২ থেকে ১৮ মাস পর্যায়ক্রমে দাম বাড়াবে টেলিকম কোম্পানি গুলি।