এবার ভারতে ঘটতে চলেছে ইন্টারনেট বিপ্লব! Starlink-এর সাথে বড় চুক্তি Airtel-এর

বাংলাহান্ট ডেস্ক : ইন্টারনেটের ক্ষেত্রে বড় ‘বিপ্লবে’র সম্মুখীন ভারত। ভারতী এয়ারটেলের হাত ধরে এবার ভারতের বাজারে প্রবেশ করতে চলেছে স্টারলিঙ্ক (Airtel-Starlink)। সূত্রের খবর, ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার লক্ষ্যে এয়ারটেলের (Bharti Airtel) সাথে চুক্তিবদ্ধ হয়েছে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স।

গাঁটছড়া বাঁধছে স্টারলিঙ্ক-এয়ারটেল (Airtel-Starlink)

একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতী এয়ারটেল (Bharti Airtel) জানিয়েছে, এবার একযোগে ভারতের বাজারে কাজ করতে চলেছে স্পেসএক্স ও এয়ারটেল। সূত্রের খবর, ভারতীয় মার্কেটে মূলত স্টারলিঙ্কের যন্ত্রপাতি বিক্রি করার দায়িত্ব নিয়েছে এয়ারটেল। পাশাপাশি দেশের বাজারে স্টারলিঙ্কের (Starlink) পরিষেবাও বিক্রি করবে ভারতীয় এই টেলিকম জায়ান্ট।

আরও পড়ুন : ৫ মাসের লাগাতার পতন! এবার ঘুরে দাঁড়াল এই সেক্টর, শেয়ারের দাম বাড়তেই কেনার জন্য শুরু হুড়োহুড়ি

এই দুই সংস্থা একত্রে দেশের প্রত্যন্ত অঞ্চল, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আগামী দিনে অগ্রণী ভূমিকা পালন করতে চলেছে। এই প্রসঙ্গে ভারতী এয়ারটেলের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর গোপাল ভিত্তল জানান, “স্পেসএক্সের সঙ্গে জোট বেঁধে ভারতে এয়ারটেলের গ্রাহকদের স্টারলিঙ্কের পরিষেবা দেওয়া এক গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা উন্নত স্যাটেলাইট পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

আরও পড়ুন : সম্পত্তি নিয়ে বিবাদ! মামলা গড়াল হাইকোর্টে, কী বললেন বিচারপতি সিনহা?

প্রসঙ্গত উল্লেখ্য, ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার প্রস্তুতি শুরু করে ২০২৩ সাল নাগাদ। তবে কেন্দ্রীয় সরকারের অনুমতি সংক্রান্ত জটিলতার কারণে এখনও ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার লাইসেন্স পায়নি তারা। তবে এয়ারটেলের সাথে নয়া এই চুক্তি দেখে অনেকেই বলছেন, আর বেশি দেরি নেই, খুব শীঘ্রই ইলন মাস্কের সংস্থার জন্য খুলে যেতে চলেছে ভারতের দরজা।

Airtel-Starlink planning for India.

প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা। স্টারলিঙ্ক লোয়ার অরবিটে থাকা স্যাটেলাইটের মাধ্যমে দুর্গম এলাকাতেও ইন্টারনেট পৌঁছে দিতে সক্ষম। স্থানীয় টাওয়ার বা নেটওয়ার্ক সংক্রান্ত বিষয় না থাকার কারণে দুর্গম বা পাহাড়ি এলাকাতেও পাওয়া যায় নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর