একবার রিচার্জ করুন, ৩ মাস ফুর্তিতে থাকুন! ধামাকা অফার Airtel’র, সুবিধা দেখলে হাঁ হয়ে যাবেন

বাংলাহান্ট ডেস্ক : এই মুহূর্তে জিওর পর ভারতের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর এয়ারটেল (Airtel)। টেলিকম গ্রাহকদের কথা মাথায় রেখে মাঝেমধ্যেই বিভিন্ন আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে আসে এই সংস্থা। কম দামি মাসিক প্ল্যান থেকে বার্ষিক প্ল্যান, সব ধরনের গ্রাহকদের কথা চিন্তা করে এয়ারটেল সাজিয়েছে তাদের রিচার্জ সম্ভার।

ধামাকাদার অফার এয়ারটেলের (Airtel)

তবে আজ আপনাদের এয়ারটেলের (Airtel) এমন একটি রিচার্জ প্ল্যান সম্পর্কে জানাতে চলেছি যেটি অত্যন্ত লাভদায়ক হতে পারে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য। ৯২৯ টাকার এই রিচার্জ প্যাকটির ভ্যালিডিটি ৯০ দিন। অর্থাৎ একবার রিচার্জ করলে তিন মাসের জন্য একেবারে নিশ্চিন্ত।

Airtel

এই রিচার্জ প্ল্যানে দীর্ঘদিনের ভ্যালিডিটি সহ গ্রাহকরা পেয়ে যাবেন আনলিমিটেড ফোন কলস করার সুবিধা। দেশের যেকোনো প্রান্তে যেকোনো নেটওয়ার্কে থাকছে আনলিমিটেড ফোন করার সুযোগ। গ্রাহকদের প্রতিদিন ১.৫ জিবির হাই স্পিড ডেটা দেওয়া হয়ে থাকে এই রিচার্জ প্ল্যানে। হিসাব করলে ৯০ দিনের জন্য গ্রাহকরা পেয়ে যাবেন মোট ১৩৫ জিবি ডেটা।

আরোও পড়ুন : আর নয় ছাড়! সময় মাত্র ২১ দিন, চরম সঙ্কটের সম্মুখীন গৌতম আদানি ও তাঁর ভাইপো

হাই স্পিড ডেটা কোটা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে হবে ৬৪kbps। এছাড়াও এই রিচার্জে এয়ারটেল গ্রাহকরা পেয়ে যাবেন বিনামূল্যে এয়ারটেল (Airtel) স্ট্রিম প্লে এবং হেলো টিউন্সও। অতিরিক্ত সুবিধা হিসেবে থাকছে তিন মাসের জন্য আপোলো ২৪/৭ অ্যাপের সার্কেল সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে।

airtel recharge plan

প্রতিদিনের হাই স্পিড ইন্টারনেট (Internet) কোটা শেষ হয়ে গেলে বেশ কিছু ডেটা বুস্টার প্ল্যান রয়েছে সংস্থার। এই ডেটা বুস্টার রিচার্জের মাধ্যমে গ্রাহকরা পেয়ে যাবেন হাই স্পিড ইন্টারনেট। ৪৯ টাকার ডেটা বুস্টার ১ দিনের জন্য দেয় আনলিমিটেড হাই স্পিড ইন্টারনেট। এছাড়াও ৩৩ টাকার ডেটা বুস্টার প্যাকে গ্রাহক পেয়ে যাবেন ২ জিবি হাই স্পিড ইন্টারনেটের সুবিধা। এই বুস্টার প্যাকের বৈধতাও ১ দিন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর