যাদবপুরের পর এবার JNU ! বামপন্থী সংগঠন AISA এর ছাত্রছাত্রীরা হেনস্থা করলো এক মন্ত্রীকে

বাংলা হান্ট ডেস্ক : কানহাইয়া কুমারের পর এবার আবারও সংবাদমাধ্যমের শিরোনামে জেএনইউ এ বার এক মন্ত্রীকে হেনস্থা কাণ্ডে নাম উঠলেও বামপন্থী সংগঠন AISA এর৷ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি সেমিনারে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহের ভাষণের সময় প্রতিবাদ শুরু করেছিল বামপন্থী শিক্ষার্থীরা এবং ভাষণের বিরুদ্ধে প্রতিবাদের জেরেই এই সংঘর্ষ শুরু হয় বলে জানিয়েছে বামপন্থী অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবং এবিভিপি সদস্যরা৷

কাশ্মীরের উপর থেকে 370 ধারা প্রত্যাহার নিয়ে ইতিমধ্যেই উত্তাল ভারত পাকিস্তান সম্পর্ক আর এরই মধ্যে জেএনইউ ক্যাম্পাসে বৃহস্পতিবার এই ধারা প্রত্যাহার নিয়ে এবং সরকারের সিদ্ধান্ত নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয় আর সেখানেই বক্তব্য রাখছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং৷ তবে কেন্দ্রীয় মন্ত্রীর ভাষণের জেরেই বামপন্থী শিক্ষার্থীরা সেই জায়গায় প্ল্যাকার্ড হাতে নিয়ে  স্লোগান তুলতে শুরু করে৷ তার জেরে দুই ছাত্র সংগঠনের মধ্যে ব্যাপক বচসা এবং সংঘর্ষের সৃষ্টি হয়৷JNU EPS Image

বৃহস্পতিবার বেলা তিনটে নাগাদ জেএনইউ কনভেনশন সেন্টারে ওই বিশেষ সেমিনারের আয়োজন করা হয় কিন্তু মন্ত্রী জিতেন্দ্র সিংহ ক্যাম্পাসে প্রবেশ করার আগেই AISA সদস্যরা নাকি সেখানে গিয়ে জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করেছিল৷ কিন্তু সেসব কাটিয়ে উঠে মন্ত্রী বক্তব্য রাখার সঙ্গে সঙ্গেই আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হয়৷

উল্লেখ্য ঠিক একই ঘটনা ঘটেছিল মাত্র কয়েক সপ্তাহ আগে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে৷ এনআরসি নিয়ে প্রশ্ন করার পর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্তার অভিযোগ ওঠে ছাত্র সংগঠনের বিরুদ্ধে৷ বার বার এ ভাবে কেন্দ্রীয় মন্ত্রীদের হেনস্থার ঘটনায় যথেষ্টই ক্ষুব্ধ প্রশাসন, উঠছে নিরাপত্তার প্রশ্ন৷


সম্পর্কিত খবর