বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে কাটমানি পরিস্থিতি নিয়ে সরগরম রাজ্য। শাসক দল থেকে শুরু করে বিরোধী দলগুলির দিকে উঠেছে অভিযোগের আঙুল। প্রতিনিয়ত বহু নেতারা কাটমানি অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন। শুধু তাই নয় দিনের পর দিন স্কুল-কলেজ চলতে থাকা বিভিন্ন অবৈধ কাজকর্ম যেন এই দলগুলোর চোখে নাগাল পায়নি। অন্যদিকে অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (AISA) এর বিরুদ্ধে সরব হয়েছে। শুধু মুখে বড় বড় কথা বলে নয় বাস্তবেই কাজ করে দেখিয়েছে তারা।
আজ বালি শান্তিরাম স্কুলে ক্লাস ৫এর ছাত্র সুমিত সিং কে স্কুল থেকে অবৈধ ভাবে স্কুল কর্তৃপক্ষ অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করে দেওয়ার বিরুদ্ধে আইসার হাওড়া জেলার পক্ষ থেকে একটা টীম শান্তিরাম স্কুলে যায় এবং দীর্ঘ সময় নিয়ে শিক্ষকগণ এবং ছাত্রটির অভিভাবকের উপস্থিতিতে আলোচনা করে।
তাদের চাপে স্কুল কর্তৃপক্ষ নতী স্বীকার করে এবং ছেলেটির সুস্থ ভবিষ্যতের স্বার্থে আগামীকাল থেকেই তাকে স্কুলে নিয়মিত ভাবে আসার সিদ্ধান্ত হয়। প্রসঙ্গত ছেলেটির পরিবার আর্থিক ভাবে যথেষ্ট দুর্বল ফলে স্কুলে যখন ছেলেটিকে আসতে দেওয়া হচ্ছিল না তখন সে একটা হোটেলে কাজ করতে শুরু করে। শিক্ষকদের ওপর ভয়ংকর চাপ সৃষ্টি করা হয় এবং তাদের ঔদ্ধত্য কে ভেঙে তাদেরই স্কুলের আইসার সদস্যরাও বিক্ষোভে সামিল হয়। পরে শিক্ষকরা নিজেদের লোকজনকে জড়ো করার চেষ্টা চালালেও তারা অনেকেই আইসার পক্ষ নেয় ও টীচারের পক্ষে ঘটনাটি সেমসাইড হয়ে যায়।
আইসা জানিয়েছে, ‘আমরা মনে করি ছেলেটির সাথে স্কুল কেবল পড়াশোনায় দুর্বল বলে যেভাবে “বাকি ছাত্ররা খারাপ হবে”-এই অজুহাতে সাসপেনশন এনেছিল তা সম্পূর্ণ অবৈধ ও শিক্ষার অধিকার আইনের পরিপন্থী। আলোচনায় আমরা দুর্বল ছাত্রদের উন্নতির জন্য বেশ কিছু প্রস্তাবও রাখি।”