সংযুক্ত মোর্চা সমর্থিত বাম প্রার্থী ঐশী ঘোষকে বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বাংলায় চলছে সপ্তম দফার নির্বাচন। এই দিন সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী ঐশী ঘোষকে (aishee ghosh) বুথে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল। প্রসঙ্গত, জামুড়িয়ার কেন্দ্রে তাঁকে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠেছে।

বাংলায় গদি দখলের লড়াই অনেক দিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে। একদিকে চলছে শাসক দলের গদি বাঁচানোর লড়াই, আর অন্যদিকে সেই গদি তৃণমূলের থেকে ছিনিয়ে নিতে চাইছে বিজেপি। নির্বাচনের মাঝে ঝড়ের গতিতে সংক্রমণ বাড়লেও, প্রচারে কিছু নিষেধাজ্ঞা জারির পর করোনা আবহেই চলছে নির্বাচন পর্ব। আর বাকি মাত্র ১ দফা। তারপরই ২ রা মে ফলাফল।

সম্পর্কিত খবর

X