মেয়ের ঠোঁটে ঠোঁট মায়ের! ছোট থেকেই আরাধ‍্যাকে বিগড়াচ্ছেন ঐশ্বর্য, ট্রোলড বচ্চন-বধূ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ফের বিপাকে ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) এবং আরাধ‍্যা বচ্চন (Aradhya Bachchan)। মা মেয়েকে একসঙ্গে কাঠগড়ায় তুললেন নেটিজেনরা। ঐশ্বর্যর বিরুদ্ধে মেয়েকে কু শিক্ষা দেওয়ার অভিযোগ উঠেছে। সোশ‍্যাল মিডিয়ায় তাঁর পোস্ট করা একটি ছবিকে কেন্দ্র করেই যাবতীয় সমালোচনার ঝড়। সমানে ট্রোল হয়ে চলেছেন বচ্চন পরিবারের বধূ।

১১ তে পা দিল অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের একমাত্র মেয়ে আরাধ‍্যা। ছোট্ট আরাধ‍্যা বরাবরই বচ্চন পরিবারের সকলের চোখের মণি। অমিতাভের সবথেকে ছোট নাতনি বলে কথা, আরাধ‍্যা আদরে আদরেই বড় হয়েছে ছোট থেকে। বিশেষ করে মেয়েকে মানুষ করার জন‍্য অভিনয়ও ছেড়েছেন ঐশ্বর্য। সবসময় আরাধ‍্যাকে আগলে আগলে রাখেন তিনি।


কিন্তু এবার ঐশ্বর্যরই শিক্ষাদীক্ষা নিয়ে উঠল প্রশ্ন। আরাধ‍্যার ১১ তম জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়ে সোশ‍্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন অভিনেত্রী। ছবিতে আরাধ‍্যার ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেতে দেখা যাচ্ছে তাঁকে। ক‍্যাপশনে ঐশ্বর্য লিখেছেন, ‘আমার ভালবাসা, আমার জীবন, তোমাকে ভালবাসি, আমার আরাধ‍্যা।’

কিন্তু এই ছবির জন‍্যই সমালোচিত হতে হচ্ছে ঐশ্বর্যকে। নিজের মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন তিনি? প্রশ্ন তুলছেন নেটিজেনরা। একটা বাচ্চার ঠোঁটে চুমু খাওয়া দৃষ্টিকটু একটা ব‍্যাপার। সেটা আবার ফলাও করে সোশ‍্যাল মিডিয়া দেখাচ্ছেন ঐশ্বর্য! মেয়েকে সঠিক শিক্ষা দিচ্ছেন না তিনি, এমনো অভিযোগ উঠেছে।

কয়েকজন অবশ‍্য ঐশ্বর্যর পক্ষেও মুখ খুলেছেন। একজন মা তাঁর মেয়েকে চুমু খেয়েছেন এতে কুৎসিতের কী দেখলেন? উত্তরে আরেকজন প্রশ্ন ছুঁড়েছেন, এটা যদি একজন সাধারণ মা মেয়ে করত তাহলেও কি সবাই এমন ভাবেই তার পক্ষে দাঁড়াতেন সবাই?

https://www.instagram.com/p/Ck_h4ldKZGM/?igshid=YmMyMTA2M2Y=

একাধিক বার বিভিন্ন কারণে নেটিজেনদের নজরে এসেছে আরাধ‍্যা। তবে বেশিরভাগ সময়েই ট্রোল করা হয়েছে তাকে। একবার হাঁটার ভঙ্গির জন‍্য কু্ৎসিত ভাবে ট্রোল করা হয়েছিল ছোট্ট আরাধ‍্যাকে। কিছুটা র‍্যাম্প ওয়াকের মতোই কোমর বেঁকিয়ে হাঁটতে দেখা গিয়েছিল তাঁকে। আর এতেই হাসির খোরাক পেয়েছিলেন নেটনাগরিকরা। পালটা সপাটে জবাব দিতে ছাড়েননি অভিষেকও।

সম্পর্কিত খবর

X