মেয়ের জন্মদিনে একাই আয়োজন ঐশ্বর্যর, আরাধ্যার বিশেষ দিনে পাশেও থাকলেন না অভিষেক!

বাংলাহান্ট ডেস্ক : বলিউডে কান পাতলেই এখন বিচ্ছেদের গুঞ্জন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan)। তাঁদের মধ্যে সম্পর্ক আছে না নেই তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এর মাঝেই সম্প্রতি মেয়ে আরাধ্যার জন্মদিন পালন করলেন ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)। কিন্তু অদ্ভূত ভাবে আরাধ্যার জন্মদিনেও দেখা মিলল না অভিষেকের।

আরাধ্যার জন্মদিনের আয়োজন ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan)

গত ১৬ ই নভেম্বর ছিল ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan) এবং অভিষেকের একমাত্র কন্যা আরাধ্যার জন্মদিন। ১৩ তে পা দিল অমিতাভ বচ্চনের নাতনি। এদিন মেয়ের জন্য একটি জমকালো পার্টির আয়োজন করেছিলেন ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)। সোশ্যাল মিডিয়ায় তাঁর শেয়ার করা ছবিতে একটি রূপোলি সিক্যুইনের ড্রেসে দেখা যায় আরাধ্যাকে। পেছন থেকে তাকে জড়িয়ে চুম্বন করছেন ঐশ্বর্য।

Aishwarya Rai Bachchan alone gave birthday party to aaraadhya

বাবার জন্মদিনে মেয়ের সঙ্গে ঐশ্বর্য: আরাধ্যার জন্মদিনের কিছুদিন পরেই ছিল ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) বাবা স্বর্গীয় কৃষ্ণরাজ রাইয়ের জন্মদিন। এদিন মা মেয়ে দুজনের পরনেই ছিল সাদা সালোয়ার কামিজ। প্রয়াত বাবার ছবির সামনে প্রণাম করতে দেখা যায় ঐশ্বর্যকে (Aishwarya Rai Bachchan)। দাদুর ছবিতে প্রণাম করে আরাধ্যাও। তবে অদ্ভূত ভাবে দুদিনের কোনো ছবিতেই অভিষেককে দেখা যায়নি। এমনকি আরাধ্যার জন্মদিনের পার্টির ছবিতেও অনুপস্থিত ছিলেন অভিনেতা। বিচ্ছেদের গুঞ্জনের মাঝে অভিষেকের অনুপস্থিতি নজর এড়ায়নি নেটিজেনদের।

আরো পড়ুন : লরেন্সের ভাই গ্রেপ্তার আমেরিকায়! তবুও তার নাগাল পাবে না ভারত, কারণ জানলে চমকে উঠবেন

উপস্থিত থাকেননি অভিষেক: অথচ এর আগে অভিষেককে বলতে শোনা গিয়েছিল, নিজের জন্মদিনে তিনি কাজ করে কাটাতেই পছন্দ করে। এছাড়া নিজের পরিবারের সঙ্গে এদিন কাটান তিনি। মেয়ে আরাধ্যা তাঁদের জগতের মধ্যমণি বলে মন্তব্য করেছিলেন অভিষেক। পাশাপাশি ঐশ্বর্যকেও (Aishwarya Rai Bachchan) একজন ‘অসাধারণ মা’ বলে প্রশংসা করতে শোনা গিয়েছিল অভিনেতাকে।

আরো পড়ুন : কাপুর পরিবারের ‘অচল পয়সা’, কোনোদিন পাননি লিড রোল, কেউ মনেই রাখেননি এই অভিনেতাকে

অভিষেকের কথায়, ‘পিতৃত্ব আমার জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে দিয়েছে। একটি শিশুকে পৃথিবীতে আনলে অন্য সব প্রাধান্য বদলে যায়’। তবে এবার আরাধ্যার জন্মদিনের পার্টিতে তিনি কেন অনুপস্থিত ছিলেন তা অবশ্য জানা যায়নি।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর