বাংলাহান্ট ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় শাশুড়ি-বধূ জুটিদের মধ্যে অন্যতম জয়া বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। প্রাক্তন বিশ্বসুন্দরীকে বচ্চন বাড়ির বউ হতে দেখে বহু অনুরাগীরই মন ভেঙেছিল। প্রেম পর্বের পর ২০০৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিষেক ঐশ্বর্য। আর ওই বছরই প্রথম বার প্রকাশ্যে আসে জয়ার সঙ্গে ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) সম্পর্কের রসায়ন।
জয়া এবং ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) মধ্যে সম্পর্ক কেমন?
জয়া ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan) মধ্যে নাকি সম্পর্ক তেমন ভালো নয়। এমন গুঞ্জন শোনা গিয়েছে বহুবার। বিভিন্ন সময়ে জয়ার মন্তব্যেও আভাস পাওয়া গিয়েছে, বচ্চন পরিবারে হয়তো তেমন আদর পাননি অভিনেত্রী। সত্যিই কি তাই? সম্প্রতি ভাইরাল হওয়া একটি পুরনো ভিডিওতে দেখা গিয়েছে, জয়ার একটি মন্তব্যে সবার সামনেই চোখ ছলছল করে উঠেছে ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan)। কিন্তু কী এমন বলেছিলেন প্রবীণ অভিনেত্রী?
কী মন্তব্য করেছিলেন জয়া: সে বছর এক পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অ্যাওয়ার্ড নিতে মঞ্চে উঠে ঐশ্বর্যর প্রসঙ্গ তোলেন জয়া। তখনো বিয়ে হয়নি অভিষেক ঐশ্বর্যর (Aishwarya Rai Bachchan)। সামনেই বসেছিলেন অভিনেত্রী। জয়া মঞ্চে দাঁড়িয়ে বলে ওঠেন, ‘খুব শীঘ্রই আমি এক অসাধারণ সুন্দরী এবং ভালো মেয়ের শাশুড়ি হতে চলেছি। ওর মধ্যে মূল্যবোধ রয়েছে, নিজের সম্মান রাখতে জানে। ওর হাসির মতোই সুন্দর ও’। জয়ার মন্তব্য শুনে চোখের জল আটকে রাখতে পারেননি ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan)।
আরো পড়ুন : বাংলাকে বদনাম করার চেষ্টা, সীমান্ত দিয়ে হামলাকারী ঢোকাচ্ছে BSF: কুণাল
কীভাবে খারাপ হয় সম্পর্ক: উল্লেখ্য, বিয়ের পর প্রথম প্রথম নাকি খুব ভালোই ছিল ঐশ্বর্য (Aishwarya Rai Bachchan) এবং জয়ার সম্পর্ক। কিন্তু তা বিগড়ায় কীভাবে? অনেকে এর জন্য দায়ী করেন শ্বেতাকে। কানাঘুষো শোনা যায়, ঐশ্বর্যকে (Aishwarya Rai Bachchan) নাকি বিশেষ পছন্দ করেন না ননদ শ্বেতা। বিভিন্ন সময়ে তাঁর হাবভাবেও প্রকাশ পেয়েছে তা। কিন্তু সত্যিটা আসলে কী তা জানা যায়নি কখনোই। অনেকে তাঁদের মধ্যে সম্পর্ক ঠিক করে নেওয়ার পরামর্শও দিয়েছেন।
আরো পড়ুন : প্রাণভয়ে তটস্থ, ছবি তোলায় নিষেধাজ্ঞা, বিমানবন্দরে যা হল সলমনের সঙ্গে…
প্রসঙ্গত, কিছুদিন আগেও অভিষেক ঐশ্বর্যর বিবাহ বিচ্ছেদের গুঞ্জন ছিল তুঙ্গে। কিন্তু কখনোই বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করেননি তাঁরা কেউই। বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি কখনো। তবে নিন্দুকদের মুখে ঝামা ঘষে একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল অভিষেক ঐশ্বর্যকে।