বাংলাহান্ট ডেস্ক : কথায়় বলে, এই বিশ্বে নাকি একই রকম দেখতে সাত জন মানুষ আছে। তারকারাও এর ব্যতিক্রম নয়। মাঝে মাঝেই এমন কিছু কিছু মানুষ ভাইরাল হন যাদের কিনা হুবহু নামজাদা অভিনেতা অভিনেত্রীদের মতো দেখতে। জানলে অবাক হবেন, বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনেরও রয়েছেন এমন একজন যমজ (Lookalike)। নায়িকার সঙ্গে তাঁর মুখের অদ্ভূত মিল!
ঐশ্বর্য রাই এর যমজ (Lookalike) হিসেবে জনপ্রিয়তা
তাঁর নাম কনওয়াল ছিমা। বলিউড অভিনেত্রীর যমজ (Lookalike) হলেও তিনি কিন্তু ভারতীয় নন। মুখের আদল, চোখের দৃষ্টি থেকে হাবেভাবে ঐশ্বর্যর সঙ্গে অদ্ভূত মিল পাওয়া যায় তাঁর। জন্মসূত্রে পাকিস্তানি কনওয়াল জনপ্রিয়তা পেয়েছেন ‘পাকিস্তানি ঐশ্বর্য রাই’ নামে। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই জনপ্রিয়তা পান তিনি। অনেকেই অভিনেত্রীর সঙ্গে তাঁর ছবির তুলনা করে শেয়ার করতে থাকেন নেটদুনিয়ায়।
কে এই যুবতী: পেশাগত দিক দিয়েও ঐশ্বর্যর সঙ্গে মিল রয়েছে কনওয়ালের। পেশায় তিনি একজন মডেল। মডেলিং এর পাশাপাশি অভিনয়ও করেন তিনি। পাশাপাশি নিজস্ব ব্যবসাও রয়েছে তাঁর। ঐশ্বর্য রাই এর যমজ (Lookalike) হিসেবে জনপ্রিয়তা পেলেও নিজস্ব পরিচয় রয়েছে কনওয়ালের।
আরো পড়ুন : সুস্মিতা থেকে দিয়া, সৌন্দর্য প্রতিযোগিতায় দেশের মুখ উজ্জ্বল করেছেন এই বলিউড অভিনেত্রীরা
ঐশ্বর্যর ভক্ত তিনিও: তবে ঐশ্বর্যর প্রতিও ভালোবাসা প্রকাশ করেছেন কনওয়াল ছিমা। অভিনেত্রীর সঙ্গে তাঁর মুখের এই মিলের ব্যাপারে তিনিও অবগত। সোশ্যাল মিডিয়ায় তিনিও বেশ উপভোগ করেন এই জনপ্রিয়তা। শেয়ার করেন নিজের ছবি।
আরো পড়ুন : ষাঁড়ের ছবি দিয়েও বেঁধে রাখতে পারলেন না সংসার! বচ্চন পরিবারের এই ছবির মাহাত্ম্য আর দাম জানেন?
ভারতীয় অভিনেত্রীদের নিয়ে পড়শি দেশেও মাতামাতি কম নেই। কনওয়ালের খ্যাতি এটাই প্রমাণ করে, ঐশ্বর্যের সৌন্দর্যের কদর পাকিস্তানেও রয়েছে। কনওয়ালের অনুরাগীদের আশা, একদিন মুখোমুখি দেখা হোক অভিনেত্রী এবং তাঁর যমজের।