Tiktok নিয়ে রোস্ট করায় Carry Minati ও তার বোনকে কে হুমকি দিল এজাজ খান

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ফের সংবাদ শিরোনামে ইসলামিক চরমপন্থী এজাজ খান (ajaj khan)। জনপ্রিয় ইউটিউবার ক‍্যারিমিনাতিকে (carryminati) হুমকি দিতে দেখা গিয়েছে তাঁকে। এমনকি তাঁর বোনের সম্পর্কেও অশ্লীল শব্দ প্রয়োগ করেছেন তিনি। সম্প্রতি টিকটক ব‍্যবহারকারীদের একহাত নিয়ে একটি ভিডিও করেছিলেন ক‍্যারিমিনাতি। এবার টিকটকের হয়ে তাঁকে অপমানজনক ভাষায় হুমকি দিতে দেখা গেল এজাজকে।


সম্প্রতি এজাজ খানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ক‍্যারিমিনাতিকে অশ্লীল ভাষায় হুমকি দিতে দেখা গিয়েছে তাঁকে। ক‍্যারিমিনাতির আসল নাম অজেয় নগর। তিনি ইউটিউবে ক‍্যারিমিনাতি নামে একটি চ‍্যানের চালান। সেখানেই কিছুদিন আগে তিনি একটি ভিডিও শেয়ার করেছিলেন। টিকটক ব‍্যবহারকারীদের রীতিমতো কটাক্ষ করতে দেখা গিয়েছিল তাঁকে।
এজাজ খান টিকটকের পক্ষ নিয়েই প্রকাশ‍্যে হুমকি দিয়েছেন ক‍্যারিমিনাতিকে। অত‍্যন্ত অপমানজনক ভাষা ব‍্যবহার করতে দেখা গিয়েছে তাঁকে। ছাড় পাননি ক‍্যারিমিনাতির বোনও।

তবে এটাই প্রথমবার নয়, এর আগেও বহুবার বিতর্কে জড়িয়েছেন এজাজ খান। গত বছর মাথক দ্রব‍্য মজুত রাখার অভিযোগে নভি মুম্বইয়ের অ্যান্টি নারকোটিক্স সেল তাঁকে আটক করে। তার আগে ২০১৬ সালে একজন হেয়ার স্টাইলিস্টকে অশ্লীল ছবি পাঠানোর অভিযোগে গ্রেপ্তার করা হয় এজাজ খানকে।

X