চাপে পড়ে দাঙ্গার উস্কানি দেওয়া অভিনেতা এজাজ খান দিলেন হিন্দু-মুসলমান ঐক্যের বার্তা, ভাইরাল সেই ট্যুইট

বাংলাহান্ট ডেস্ক: এই নিয়ে তেরোতম সিজনে পড়ল বিগ বস। টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়েলেটি শো বিগ বস। এর আগে যতগুলি সিজন হয়েছে সবকটাতেই বিতর্ক জড়িয়েছে এই শোয়ের সঙ্গে। তার প্রধান কারন প্রতিযোগীদের ব্যবহার বা কথাবার্তা। বিগ বসের আগের সিজনে প্রতিযোগী হয়ে এসেছিলেন এজাজ খান। তবে শোয়ের বিজেতা তিনি হতে পারেননি। মাঝখানেই তাঁকে ঘিরে বিতর্ক শুরু হওয়ায় সলমন তাঁকে বলেন শো ছেড়ে বেরিয়ে যেতে।

Ajaz Khan

সেই সিজন শেষ হয়ে শুরু হয়েছে নতুন সিজন। কিন্তু বিতর্ক এখনও পিছু ছাড়েনি এজাজের। কোনও না কোনও কারনে সংবাদ শিরোনামে প্রায়ই উঠে আসে তাঁর নাম। সম্প্রতি ফের এজাজের একটি টুইটকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। নিজের টুইটার হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন এই প্রাক্তন বিগ বস প্রতিযোগী। সেখানে দেখা যাচ্ছে, মাথায় টাকিয়া পরে বসে আছেন এজাজ। তাঁর হাতে একটি বই। অপরদিকে এক ব্যক্তি ঠাকুরের সিংহাসনের সামনে বসে পুজোর প্রস্তুতি নিচ্ছেন।

ছবিটি দেখে স্পষ্ট যে এজাজ হিন্দু-মুসলমানের ঐক্য, সম্প্রীতির বার্তাই দিতে চেয়েছেন।

বিষয়টা আরও স্পষ্ট হয় তাঁর ক্যাপশন দেখে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যতই গুলি চালান না কেন, ভালবাসার মধ্যে দিয়ে রাস্তা বেরোবে’। এজাজের এই টুইটটি বেশ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সাধারন একটি ছবির মধ্যে দিয়ে এমন গভীর একটা বার্তা যে তিনি দিয়েছেন তার জন্য অনেকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এজাজকে।

প্রসঙ্গত, এর আগে আরও একটি ভিডিও ভাইরাল হয়েছিল এজাজ খানের। সেখানে বিগ বস প্রতিযোগী পারস ছাবরার বান্ধবী আকাঙ্খা পুরির সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর