তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা”য় মমতাকে নিয়ে লেখার কারণ নিজেই জানালেন অনিল কন্যা

বাংলা হাট ডেস্কঃ তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’-য় কলম ধরেছেন CPIM-র প্রাজ্ঞ নেতা অনিল বিশ্বাসের কন্যা অধ্যাপিকা অজন্তা বিশ্বাস। এতেই যথেষ্ট অস্বস্তিতে পড়েছিল আলিমুদ্দিন। শুধু তাই নয় তাজ্জব হয়ে গিয়েছিলেন অনেকেই। তার ওপর সেই লেখার শেষ কিস্তিতে শনিবার যখন উঠে এলো মমতা বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত আলোচনা প্রসঙ্গ এবং এই বিদগ্ধ অধ্যাপিকা তার প্রশংসায় লিখলেন বেশ কয়েক লাইন তখন স্বাভাবিকভাবেই জল্পনার বারুদে অগ্নিসংযোগ ঘটেছে।

অজন্তা শুধু অনিল বিশ্বাসের কন্যা নন। তিনি সিপিআইএম পার্টির সক্রিয় সদস্যও। অধ্যাপক গবেষকদের নিয়ে গঠিত সিপিআইএম সংগঠনের সঙ্গেও যুক্ত তিনি। তাই তার লেখা প্রকাশ হতেই বিড়ম্বনা বেড়েছে বাম নেতাদের। যদিও এ বিষয়ে কাউকে কোন রকম মন্তব্য করতে নিষেধ করা হয় পার্টির তরফে। কিন্তু একই সঙ্গে জানানো হয় দলীয় গবেষক কমিটির পক্ষ থেকে শোকজ করা হবে অজন্তাকে। জানতে চাওয়া হবে তার এমন লেখার কারণ।

এবার তারই কার্যত উত্তর দিলেন রবীন্দ্রভারতীর এই অধ্যাপিকা। একটি অডিওবার্তায় এদিন তিনি জানান তার লেখার শীর্ষক ছিল ‘বঙ্গ রাজনীতিতে নারীশক্তি’। নারী শক্তির কথা লিখতে গিয়ে তিনি যেমন ইতিহাস ঘেঁটে তুলে এনেছেন কংগ্রেস এবং বাম নেত্রীদের। তেমনি কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও। তিনি বলেন,” এই লেখায় যেমন এসেছে কংগ্রেস নেত্রীদের কথা, তেমনই রয়েছে বামপন্থী নারীদের প্রসঙ্গও।’’

কেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা লিখতে হয়েছে এদিন তারও ব্যাখ্যা দেন তিনি। তার মতে, “বঙ্গের রাজনীতিতে নারীদের ভূমিকা নিয়ে লিখতে গেলে মাননীয়া মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ আসাটাই স্বাভাবিক। তিনি বাংলার মুখ্যমন্ত্রী। মহিলা নেত্রী হিসেবে বাংলার রাজনীতিতে অসম লড়াইয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন। আমার প্রয়াস, দলমত নির্বিশেষে বঙ্গের রাজনীতিতে সব মহিলা নেত্রীর সদর্থক দিকগুলি তুলে ধরা।’’ যদিও এই অডিওবার্তায় সত্যতা যাচাই করে নি বাংলা হান্ট।


Abhirup Das

সম্পর্কিত খবর