জিতের ছবির গান ‘চুরি’র অভিযোগ অজয় দেবগণের বিরুদ্ধে! উত্তেজনা নেটপাড়ায়

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মাত্র কিছুদিন আগেই গানের সুর চুরির দায়ে ফেঁসেছেন বলিউড সঙ্গীত পরিচালক অনু মালিক। ইজরায়েলের জাতীয় সঙ্গীতের সুর চুরির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তাও আবার গান মুক্তি পাওয়ার পঁচিশ বছর পর ধরা পড়ল এই চুরি, অলিম্পিকের দৌলতে। এবার ফের চুরির অভিযোগ উঠল বলিউডের বিরুদ্ধে। টলিউড অভিনেতা জিতের (jeet) ছবির একটি গানের সুর নাকি চুরি করেছেন অজয় দেবগণ (ajay devgan)!

২০১৯ সালে মুক্তি পেয়েছিল জিৎ অভিনীত ছবি ‘শেষ থেকে শুরু’। এই ছবির ‘আল্লাহ আমার’ গানটি বেশ জনপ্রিয় হয়। সেই সুর ফের একবার শোনা গিয়েছে অজয় দেবগণের ‘ভূজ: দ‍্য প্রাইড অফ ইন্ডিয়া’ ছবির ‘দেশ মেরে’ গানে। হিন্দি গানটি গেয়েছেন অরিজিৎ সিং। দুটি আলাদা ছবির আলাদা গানে একই রকম সুর দেখে অজয় দেবগণের বিরুদ্ধে সুর চুরির অভিযোগ আনেন নেটিজেনদের একাংশ।


কিন্তু এর নেপথ‍্যে আসল সত‍্যিটা কি? সত‍্যিই কি টলিউড ছবির থেকে গানের সুর ‘চুরি’ করেছেন অজয়? না, আসলে জিতের ‘শেষ থেকে শুরু’ এবং অজয়ের ‘ভূজ’ দুটি ছবিরই সঙ্গীত পরিচালক একজনই, অর্কপ্রভ মুখার্জি। শেষ থেকে শুরু ছবিতে নিজের তৈরি করা সুরই ভূজ ছবির গানে ফের ব‍্যবহার করেছেন তিনি। এমন উদাহরণ নেহাত কম নেই ইন্ডাস্ট্রি। জিৎ গাঙ্গুলী, আর ডি বর্মনের মতো সঙ্গীত পরিচালকরা একাধিক হিন্দি এবং বাংলা ছবিতে একই সুর দিয়েছেন। অনেকে বিষয়টি না জেনেই অভিযোগের আঙুল তুলেছিলেন অজয়ের দিকে।

প্রসঙ্গত, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘ভূজ: দ‍্য প্রাইড অফ ইন্ডিয়া’। অজয় দেবগণ ছাড়াও ছবিতে রয়েছেন সঞ্জয় দত্ত, সোনাক্ষী সিনহা, অ্যামি ভির্ক, শরদ কেলকর, নোরা ফতেহি, প্রণিতা সুভাসের মতো অভিনেতা অভিনেত্রীরা। স্বাধীনতা দিবসের ঠিক আগে ১৩ অগাস্ট মুক্তি পেতে চলেছে দেশাত্মবোধক ছবিটি।

সম্পর্কিত খবর

X