পড়তে পাঠিয়েছিলেন বাবা মা, লেখাপড়া শিকেয় তুলে লন্ডনে পার্টি করছেন অজয়-কন‍্যা নাইসা!

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের তারকা সন্তানরা এক একজন এক এক কিসিমের। তবে তাঁদের মধ‍্যে একটা জিনিস কমন। বলিপাড়ার সেলেব কিডরা প্রায় সকলেই ‘পার্টি অ্যানিমাল’। কাজের তুলনায় পার্টি করতেই বেশি আগ্রহী তাঁরা। আর তার প্রমাণ পাওয়া যায় সোশ‍্যাল মিডিয়াতেই। সম্প্রতি যেমন অজয় দেবগণ (Ajay Devgan) ও কাজল কন‍্যা নাইসা দেবগণের (Nysa Devgan) পার্টির ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

বলিউডে এখনো পা রাখেননি নাইসা। অভিনয়ে আদৌ তিনি আসবেন কিনা তা জানেন না তাঁর বাবা মা-ই। আপাতত লন্ডনে পড়াশোনা করছেন তিনি। যদিও সোশ‍্যাল মিডিয়ায় নাইসার যেসব ছবিগুলি ভাইরাল হয় তার মধ‍্যে বেশিরভাগ ছবিতেই পার্টি করতে দেখা যায় তাঁকে। দুদিন অন্তর অন্তর বন্ধুদের সঙ্গে উদ্দাম নাইট আউটে বেরোন নাইসা। আর সেসব ছবি জায়গা পায় তাঁর ফ‍্যানপেজগুলিতে।

Nysa Devgan 3
সাম্প্রতিক ছবিতে সাদা ক্রপ টপ ও একটি বেইজ রঙের মিনি স্কার্ট পরে দেখা গিয়েছে নাইসাকে। এক বান্ধবীর সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছেন তিনি। নাইসার নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলেও সেটা পাবলিক করেননি তিনি।

https://www.instagram.com/p/CdxqyfXszeh/?igshid=YmMyMTA2M2Y=

সম্প্রতি ১৯ এ পা দিয়েছেন নাইসা। মেয়ের জন্মদিনে তাঁর একটি মিষ্টি ছবি শেয়ার করেছিলেন অজয় দেবগণ। তিনি লিখেছিলেন, ‘আমার মেয়ে, তুমি খুব স্পেশ‍্যাল। আজ, কাল, চিরদিনের জন‍্য। শুভ জন্মদিন নাইসা। তোমাকে পাওয়া আমাদের সৌভাগ‍্য।’

nysa and ajay devgn pics 1
এর আগে নাইসার অভিনয় কেরিয়ার নিয়ে মুখ খুলেছিলেন অজয়। ভবিষ‍্যতে কি অন‍্যান‍্য তারকা সন্তানদের মতো নাইসাও বলিউডে আসবেন? প্রশ্নের উত্তরে অজয় বলেন, “আমার মেয়ের কথা বাদ দিন। আমি নিজেই জানি না যে ও আদৌ এই লাইনে আসবে কিনা। কারণ এখনো পর্যন্ত ওর কোনো আগ্রহই নেই এ বিষয়ে। বাচ্চাদের যখন খুশি মন বদলাতে পারে। ও এখন বিদেশে, পড়াশোনা করছে।”

https://www.instagram.com/p/Cb8DjgMrL4v/?igshid=YmMyMTA2M2Y=

সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অফ অফ সাউথ ইস্ট এশিয়াতে পড়ছেন তিনি। তবে তাঁর পার্টির ছবিই সোশ‍্যাল মিডিয়ায় বেশি ভাইরাল হয়। সম্প্রতি মনীশ মালহোত্রার ফ‍্যাশন শোতে উপস্থিত ছিলেন নাইশা। প্র‍খ‍্যাত ফ‍্যাশন ডিজাইনার নিজেই ছবি শেয়ার করেছিলেন। শানায়া কাপুর, জাহ্নবী কাপুরদের সঙ্গে পার্টির ছবিও ভাইরাল হয় নাইসার।

Niranjana Nag

সম্পর্কিত খবর