বিজ্ঞাপনের শুটের মাঝে মেজাজ হারালেন অজয় দেবগণ, ভাইরাল ভিডিও দেখে হতভম্ব নেটনাগরিকরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে ‘রগচটা’ বলে বিশেষ পরিচিতি রয়েছে অজয় দেবগণের (Ajay Devgan)। শুধুমাত্র অনস্ক্রিনেই নয়, অফস্ক্রিনেও নাকি ছোটখাট বিষয়ে মাথা গরম করে ফেলেন তিনি। এবার এক বিজ্ঞাপনী শুটে মেজাজ গরম করে টিমের একজনকে ধমকাতে দেখা গিয়েছে অজয়কে। যা দেখে রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আনন্দ মাহিন্দ্রা।

ব‍্যাপারটা কী? আসলে ঘটনার সূত্রপাত হয় আনন্দ মাহিন্দ্রার একটি টুইট থেকে। তাঁর শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, অজয় রেগেমেগে একজনকে প্রশ্ন করছেন, বারবার স্ক্রিপ্ট বদলানো হচ্ছে কেন? ক‍্যামেরার পেছন থেকে একজন উত্তর দেন, মাত্র চারবারই বদলানো হয়েছে স্ক্রিপ্ট।


দৃশ‍্যতই ক্ষুব্ধ দেখাচ্ছে অজয়কে। ভিডিওর শেষে এও জানানো হয়েছে যে ঘটনার আরো বাকি আছে। মাহিন্দ্রা লিখেছেন, ‘আমাকে জানানো হয়েছিল যে মাহিন্দ্রার একটি ট্রাক বাস বিজ্ঞাপনের শুটের সময় অজয় মেজাজ হারিয়ে ফেলেন। আমার মনে হয় ওর একটি ট্রাকে করে আমাকে ধাওয়া করার আগেই আমার শহর ছেড়ে চলে যাওয়া উচিত।’

আনন্দ মাহিন্দ্রার টুইটে মজার সুর শোনা গেলেও নেটিজেনরা ভাবতে বসেছেন, কেন রেগে গেলেন অক্ষয়? অনেকের মতে, এটা স্রেফ বিজ্ঞাপনী প্রচার। স্ক্রিপ্ট অনুযায়ীই বিরক্ত হওয়ার অভিনয় ক‍রছেন তিনি। তবে এখনো বিষয়টা নিয়ে আর কিছু জানাননি অজয় দেবগণ।

 

উল্লেখ‍্য, এর আগেও মাহিন্দ্রা কোম্পানির হয়ে বিজ্ঞাপনে কাজ করেছেন অজয়। তাঁর ডেবিউ ছবিতে যে বিখ‍্যাত স্টান্টটি তিনি করেছিলেন সেটাই ৩০ বছর পর আবারো করেন এই কোম্পানির বিজ্ঞাপনী শুটের জন‍্য। পাশাপাশি দুটি চলন্ত ট্রাকে দু পা দিয়ে রোমহর্ষক স্টান্ট করেছিলেন অজয়। এবারে নতুন কী তিনি নিয়ে আসেন সেটাই দেখার অপেক্ষা।

X