বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (bollywood) অন্যতম সফল জুটির তালিকায় প্রথম দিকেই থাকবে অজয় দেবগণ (Ajay devgan) ও কাজলের (kajol) নাম। দীর্ঘ ২০ বছর একে অপরের সুখ-দুঃখে পাশে থেকেছেন তাঁরা। দুজনের পরিবার বেড়ে হয়েছে চারজনের। তাঁদের জীবনে এসেছে নাইশা ও যুগ।
তবে জীবনে বহু কঠিন সময়ের মধ্যে দিয়েও যেতে হয়েছে অজয় কাজলকে। কিন্তু কোনও হময়েই মনোবল হারাননি তাঁরা। একে অপরের সঙ্গে পেরিয়ে গিয়েছেন সব বাধা বিপত্তি। সম্প্রতি পুরনো দিনের একটি ছবি শেয়ার করেছেন অজয়। কাজলের সঙ্গে কোনও এক ছবির শুটিং সেটে তোলা এই ছবি।
ছবিটি দেখেই বোঝা যাচ্ছে দুজনেরই কেরিয়ারের প্রথম দিককার ছবি এটি। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘মনে হচ্ছে লকডাউন শুরু হয়ে যেন বাইশ বছর কেটে গিয়েছে।’ আসলে এখানে লকডাউন বলতে কাজলের সঙ্গে নিজের জীবনের লকডাউনের কথা বুঝিয়েছেন অজয়। বাইশ বছর ধরে বৈবাহিক সম্পর্কে রয়েছেন তাঁরা।
https://www.instagram.com/p/B_7aUn2JvHJ/?igshid=ucimpohbilcp
তবে এই লকডাউন স্বেচ্ছায় আপন করে নিয়েছেন অজয়। বাইশটা বছর একসঙ্গে সুখে দুঃখে কাটিয়ে দিয়েছেন এই লকডাউন। তাই অভিনেতার মতে দেড় মাস নয়, আরও আগে থেকেই লকডাউনে রয়েছেন তিনি ও কাজল।
প্রসঙ্গত, শেষবার ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়ার’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল কাজল ও অজয়কে। এরপর সূর্যবংশী ছবিতে দেখা যেতে চলেছে অজয়কে। লকডাউন উঠলেই মুক্তি পাবে এই ছবি।