বলিউড-দক্ষিণ যুদ্ধ প্রকাশ‍্যে! ‘হিন্দি আর রাষ্ট্রভাষা নেই’, কিচ্চা সুদীপের বিতর্কিত মন্তব‍্যে ধুয়ে দিলেন অজয়

বাংলাহান্ট ডেস্ক: যে বিবাদের আগুন এতদিন ধিকিধিকি জ্বলছিল তাতে ঘৃতাহুতি দিল কিচ্চা সুদীপের (Kiccha Sudeep) একটি মন্তব‍্য। ‘হিন্দি আর রাষ্ট্রভাষা নেই’, এই ভাষাতেই বলিউডকে সরাসরি তোপ দাগেন কন্নড় অভিনেতা। নিজে একটি হিন্দি ছবিতে অভিনয় করা সত্ত্বেও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির প্রশংসা করেই বলিউডকে তীব্র অপমান করেন ‘দাবাং ৩’ অভিনেতা। এবার তাঁকে পালটা দিলেন অজয় দেবগণ (Ajay Devgan)।

সম্প্রতি এক অনুষ্ঠানে কেজিএফ চ‍্যাপ্টার ২ এর ঢালাও প্রশংসা করে কিচ্চা সুদীপ বলেন, “সবাই বলছে কন্নড় ইন্ডাস্ট্রিতে একটি সর্বভারতীয় ছবি তৈরি হয়েছে। আমি একটু সংশোধন করতে চাই। হিন্দি আর রাষ্ট্রভাষা নেই। ওরা (বলিউড) আজকাল সর্বভারতীয় ছবি বানাচ্ছে। ওরা সাফল‍্য পাওয়ার জন‍্য তেলুগু, তামিলে ছবির ডাবিং করাচ্ছে। কিন্তু তাও লাভ হচ্ছে না। আজ আমরা যে ছবিগুলো বানাচ্ছি সেগুলো সারা বিশ্বের দর্শক দেখছে।”

IMG 20220427 134326
তাঁর এই মন্তব‍্য নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে দুই ইন্ডাস্ট্রিতেই। সিনেপ্রেমীদের একাংশের মতে, কিচ্চা সুদীপ ভুল কিছু বলেননি। হিন্দি কোনোদিনই আমাদের রাষ্ট্রভাষা ছিল না। আবার কারোর অভিযোগ, এভাবে বলিউডকে ছোট করেছেন অভিনেতা। সরাসরি দুই ইন্ডাস্ট্রির মধ‍্যে বিবাদ লাগাতে চাইছেন তিনি।

মুখ খুলেছেন অজয় দেবগণও। তিনি নিজে ব্লকবাস্টার তেলুগু ছবি ‘আর আর আর’এ অভিনয় করেছেন। হিন্দি সংষ্করণেও ঢালাও ব‍্যবসা করেছিল ছবিটি। তবুও হিন্দি ভাষা নিয়ে বিতর্কে নিজের ইন্ডাস্ট্রি বলিউডের হয়েই সুর চড়িয়েছেন অজয়।

টুইটে কিচ্চা সুদীপকে ট‍্যাগ করে তিনি লিখেছেন, ‘আমার ভাই, আপনার কথা অনুযায়ী হিন্দি যদি আমাদের রাষ্ট্রীয় ভাষা না হয় তাহলে আপনি নিজের মাতৃভাষায় তৈরি ছবিগুলিকে হিন্দিতে ডাবিং করে কেন রিলিজ করেন? হিন্দি আমাদের মাতৃভাষা এবং রাষ্ট্রীয় ভাষা ছিল, আছে আর চিরদিন থাকবে। জন গণ মন।’

অজয় দেবগণের টুইটের উত্তরে কয়েকজন তাঁকেই সমর্থন করে সুর চড়িয়েছেন। দক্ষিণের তারকারা যে থালায় খাচ্ছেন সেই থালাতেই ফুটো করছেন, দাবি বলিউড ভক্তদের। তবে অনেকে পালটা অজয়কেই ট্রোল করেছেন। একজন লিখেছেন, ‘যে গুটখার বিজ্ঞাপন করেন সেটা মুখে পুরে চুপ করে বসুন‌’ আরেকজন লিখেছেন, ‘হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয়। অন‍্যতম আধিকারিক ভাষা। কিচ্চা সুদীপ যা বলেছেন একদম ঠিক বলেছেন। যে কেউ যেকোনো ভাষায় ছবি রিলিজ করতে পারে।’

Ajay devgan 571 855
দিন কয়েক আগেই অজয়ের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, দক্ষিণী ইন্ডাস্ট্রির বাড়বাড়ন্তে বলিউড কি ভয় পাচ্ছে? অভিনেতার উত্তর ছিল, “এর আগে হলিউড নিয়েও এই একই কথা বলা হয়েছিল। কিন্তু তেমন কিছুই হয়নি। এই ধরনের কথাগুলো বলা হবেই, কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে বলিউড ভাল করতেই থাকবে।”

অজয় আরো বলেন, “সবথেকে গুরুত্বপূর্ণ কথা হল, উত্তর বা দক্ষিণ কিংবা কোনো অঞ্চল হিসাবে আমাদের ছবির ভেদাভেদ করা বন্ধ হওয়া উচিত। সব ছবিকেই ভারতীয় সিনেমা হিসাবে দেখা উচিত।”

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর