জঙ্গলমহলে মাওবাদী নেই, বিজেপি পোস্টার লাগিয়ে আতঙ্ক ছড়াচ্ছে! বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক : বিগিত কয়েকদিন ধরে মাওবাদী আতঙ্কে কাঁপছে জঙ্গলমহল। একাধিই জায়গায় মিলছে মাওবাদী দাবি সম্বলিত পোস্টার। কিন্তু বুধবার সাংবাদিক সম্মেলনে এই মাওবাদী আতঙ্ক কার্যতই উড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সব কিছুর পিছনে বিজেপির হাত বলেই দেগে দিলেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ কোথাও কোথাও ১ টা দুটো পোস্টার বিজেপি লাগিয়ে দিচ্ছে। সেটাকে নিয়েই মাওবাদী মাওবাদী উত্তেজনা তৈরি করা হচ্ছে। সবটাই পরিকল্পনা মাফিক হচ্ছে। পুলিশকে জঙ্গলমহলে আরও সক্রিয় হতে হবে।’ একই সঙ্গে ঝাড়গ্রামের জেলাশাসক এবং এসপির সঙ্গেও কথা বলেন মমতা। পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জনাওতে চান তাঁদের কাছ থেকে।

মুখ্যমন্ত্রীর এই প্রশ্নের উত্তরে ঝাড়গ্রামের জেলাশাসক এবং এসপি সাফ জানান একাধিক পোস্টার জঙ্গলমহলে উদ্ধার হয়েছে ঠিকই কিন্তু মাওবাদী কার্যাকলাপের কোনও প্রমাণই এখনও অবধি পাওয়া যায়নি। একাধিকবার এসপি এবং জেলাশাসককে একসঙ্গে সঙ্গতি বজায় রেখে কাজ করার পরামর্শ দিয়ে শীঘ্রই ঝাড়গ্রাম সফরে যাওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যদিও মমতার অভিযোগ, ওই এলাকার বেশ কয়েকটি থানার আধিকারিকরা নিজেদের দায়িত্ব ঠিক মতন পালন করছেন না। সেই ব্যাপারেও এদিন সরব হতে দেখা যায় তাঁকে।

উল্লেখ্য, এক দশক আগে অবধিও মাওবাদীদের ঘাঁটি ছিল বাংলার পুরুলিয়া-ঝাড়গ্রাম এলাকা। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বদলেছে সেই পরিস্থিতি। মাওবাদীদের সমাজের মূলস্রোতে ফেরাতে সরকারি চাকরির ব্যবস্থাও করেছে বর্তমান সরকার। বহু মাওবাদীকে হোমগার্ডের চাকরি দেওয়া হয়েছে ইতিমধ্যেই। কিন্তু সম্প্রতি ওই এলাকায় আবারও হঠাৎ করেই যেন রাতারাতি বেড়ে যায় মাওবাদী আতঙ্ক। এবার সেই ইস্যুতেই মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর