বাংলাহান্ট ডেস্ক: লাদাখের গালওয়ান (galwan) উপত্যকায় সম্প্রতি ঘটে যাওয়া ভারতীয় ও চিনা সৈন্যদের সংঘর্ষের আসল কাহিনি নিয়েই এবার ছবি করতে চলেছেন অজয় দেবগণ (ajay devgan)। গালওয়ানে ভারতীয় সেনা জওয়ানদের ওপর চিনা সেনা জওয়ানদের অতর্কিত হামলা ও ভারতীয় বীর জওয়ানদের রুখে দাঁড়ানোর কাহিনিই উঠে আসবে এই ছবিতে।
শনিবারই এই ছবির আনুষ্ঠানিক ঘোষনা করেন অজয়। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ছবির ঘোষনা করে টুইট করেন। তিনি লেখেন, ‘গালওয়ান উপত্যকা নিয়ে ছবি করতে চলেছেন অজয় দেবগণ। ছবির নাম এখনও পর্যন্ত ঠিক হয়নি। চিনা সেনাদের সঙ্গে যুদ্ধে ২০ জন ভারতীয় জওয়ানের শহিদ হওয়ার হওয়ার কাহিনি বলবে এই ছবি। ছবির বাজেট এখনও পর্যন্ত ঠিক হয়নি। অজয় দেবগণ FFilms ও সিলেক্ট মিডিয়া হোল্ডিংস LLP প্রযোজনা করবে এই ছবি।’
IT'S OFFICIAL… #AjayDevgn to make film on #GalwanValley clash… The film – not titled yet – will narrate the story of sacrifice of 20 #Indian army men, who fought the #Chinese army… Cast not finalized… Ajay Devgn FFilms and Select Media Holdings LLP will produce the film. pic.twitter.com/yaM6rPcK7Z
— taran adarsh (@taran_adarsh) July 4, 2020
জানা গিয়েছে, ছবির নাম এবং কাস্ট এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। অজয় এই ছবিতে অভিনয় করবেন কিনা তা এখনও জানা যায়নি। অভিনেতার তরফে প্রেস বিবৃতিতে ছবির ঘোষনা করা হয়।
প্রসঙ্গত, ১৫ জুন লাদাখের গালওয়ানে নিয়ন্ত্রণরেখার ভেতরে ঢুকে আসে চিনা সৈন্য। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় ভারতীয় সেনা। গোলাগুলি ছাড়াই, পেরেক লাগানো ডান্ডা, পাথর নিয়ে হামলা করে চিনা সেনারা। দুপক্ষের সংঘর্ষে শহিদ হয় ২০ জন ভারতীয় বীর জওয়ান। তাদের পাল্টা মারে হতাহত হয় অপরপক্ষের প্রায় ৪০ জন। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে এমনটাই। তবে চিন এই নিয়ে কোনও আনুষ্ঠিনিক বিবৃতি দেয়নি।
অজয় দেবগণের শেষ ছবি ছিল তানাজি: দ্য আনসাং ওয়ারিয়ার। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিষেক দুধাইয়া। দক্ষিণী অভিনেত্রী প্রণিতা সুভাষ অভিষেক করবেন এই ছবির হাত ধরে। ছবিতে ভারতীয় বায়ুসেনা অফিসার বিজয় কার্ণিকের চরিত্রে দেখা যাবে অজয়কে।