বাংলাহান্ট ডেস্ক : একেই বলে মড়ার উপরে খাঁড়ার ঘা। সদ্য রিয়েলিটি শো অশ্লীলতা ছড়ানোর অভিযোগে বড়সড় বিপাকে পড়েছেন এজাজ খান (Ajaz Khan)। বিতর্ক গড়িয়েছে রাজনৈতিক মহল পর্যন্ত। এজাজ সহ শোয়ের প্রযোজক এবং আরো কয়েকজনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। আপাতত উল্লু প্ল্যাটফর্ম থেকে শোটি সরিয়ে দিয়ে সাময়িক রেহাই পেয়েছেন নির্মাতারা। এর মাঝেই নতুন বিপদে ফাঁসলেন এজাজ (Ajaz Khan)। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক অভিনেত্রী।
নতুন অভিযোগে ফাঁসলেন এজাজ খান (Ajaz Khan)
সঞ্চালনার কাজ পাইয়ে দেওয়া এবং বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে নাকি দিনের পর দিন ধর্ষণ করে গিয়েছেন এজাজ, সম্প্রতি এমনি চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন এক অভিনেত্রী। তাঁর অভিযোগ, গত ২৫ শে মার্চ নাকি তাঁর বাড়িতে এসেছিলেন এজাজ (Ajaz Khan)। সেদিন নাকি তাঁকে প্রথম ধর্ষণ করেন অভিনেতা।
কী অভিযোগ অভিনেত্রীর: তারপর আবারও কিছুদিন পর একই কাজ করেন এজাজ (Ajaz Khan)। অভিনেত্রীর অভিযোগ, প্রতিবার ধর্ষণের পর বিয়ের প্রতিশ্রুতি দিতেন এজাজ। তারপরেই অভিনেতা সঞ্চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই অভিনেত্রী। সূত্রের খবর বলছে, ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৬৪, ৬৪ (২ এম), ৬৯ এবং ৭৪ এর মতো ধর্ষণ সম্পর্কিত একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আরো পড়ুন : জঙ্গি হামলায় শহিদ স্বামী, মুসলিম এবং কাশ্মীরিদের হয়ে সরব হতেই ট্রোলড স্ত্রী, পাশে দাঁড়াল মহিলা কমিশন
রিয়েলিটি শো নিয়ে বিতর্ক: গত শুক্রবার সঞ্চালক এজাজ (Ajaz Khan) সহ প্রযোজক রাজকুমার পাণ্ডে এবং শোয়ের আরো কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে মুম্বই পুলিশ। তারপরেই নড়েচড়ে বসে সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্ম। তড়িঘড়ি অ্যাপ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিতর্কিত শো টিকে। তবে উল্লু প্ল্যাটফর্মের তরফে এই শো বন্ধ হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
আরো পড়ুন : বলিউডে কোণঠাসা বাবিল, আঙুল অনন্যা-সিদ্ধান্তদের দিকে! বিতর্ক বাড়তেই সরব অভিনেতা
প্রসঙ্গত, বিগ বসের স্টাইলে সম্প্রচারিত হওয়া হাউজ অ্যারেস্ট শোয়ের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন নেটিজেনদের একটা বড় অংশ। অনেকে এর সঙ্গে ‘ইন্ডিয়াজ গট লেটেন্ট’ শোয়ের তুলনাও করেন। মাস খানেক আগেই তুমুল বিতর্কের মুখে পড়ে বন্ধ করে দেওয়া হয় শোটি। তবে এই বিতর্ক নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি এজাজ। ধর্ষণের অভিযোগ নিয়েও মুখে কুলুপ এঁটেছেন তিনি।