বাংলা হান্ট ডেস্কঃ মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করলেন ভারত অধিনায়ক আজিঙ্কা রাহানে (Ajinka Rahane)। রাহানের এই সেঞ্চুরির ওপর ভর করে বক্সিং ডে টেস্টে সুবিধাজনক জায়গায় রয়েছে টিম ইন্ডিয়া। আর এই সেঞ্চুরি করার মধ্য দিয়ে আজিঙ্কা রাহানে ছুঁয়ে ফেললেন কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। এছাড়াও গড়লেন আরও একাধিক রেকর্ড।
এর আগে মেলবোর্নের এই ঐতিহ্যবাহী স্টেডিয়ামে 1999 সালে ভারত অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করেছিলেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার। দ্বিতীয় ভারত অধিনায়ক হিসেবে রাহানে এই স্টেডিয়ামে সেঞ্চুরি করে নজির গড়লেন। সচিন তেন্ডুলকার ও আজিঙ্কা রাহানে ছাড়াও পাকিস্তানের অধিনায়ক হানিফ মহম্মদ এবং মহম্মদ ইউসুফ এই ঐতিহ্যবাহী স্টেডিয়ামে সেঞ্চুরি করেছেন।
Another dominant day of Test cricket for #TeamIndia.
It was a day that is undoubtedly headlined by Captain @ajinkyarahane88, whose century (104* off 200) will go down as one of the best by an Indian captain on foreign soil.#TeamIndia 277/5 (Rahane 104*, Jadeja 40*) pic.twitter.com/zwuHWWHYjP
— BCCI (@BCCI) December 27, 2020
এছাড়া দ্বিতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে মেলবোর্নে দুটি সেঞ্চুরি করার নজির গড়লেন আজিঙ্কা রাহানে। আজিঙ্কা রাহানে তার প্রথম সেঞ্চুরি করেছিলেন 2014 সালে এবং আজকে করে ফেললেন দ্বিতীয় সেঞ্চুরিটি।
এছাড়াও ভারত অধিনায়ক হিসেবে সচিন তেন্ডুলকার, মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলির পর অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করলেন আজিঙ্কা রাহানে।