ওয়ানডে দল থেকে বাদ পড়া নিয়ে বিস্ফোরক অজিঙ্কা রাহানে

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ 2018 সালে ভারতের সীমিত ওভারের দল থেকে বাদ পড়ে আজিঙ্কা রাহানে (Ajinka Rahane)। ওয়ানডে দল থেকে বাদ পড়ার পর আর একবারও জাতীয় দলে সুযোগ হয়নি রাহানের। তারপর জাতীয় দলের হয়ে একটিও ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাননি আজিঙ্কা রাহানে। এমনকি বিশ্বকাপের দলেও জায়গা হয়নি এই ডানহাতি ভারতীয় ব্যাটসম্যান এর।

এই বছর দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলবেন রাহানে। রাহানে মনে করেন আইপিএলে ভালো পারফরম্যান্স করতে পারলে জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে তার। সেই সময় জাতীয় দল থেকে বাদ পড়ার পর রাহানে বলেছিলেন আমি যখন জাতীয় দল থেকে বাদ পড়ি তখন কিন্তু আমি খারাপ ফর্মে ছিলাম না, বলা যেতে পারে তখন আমি ভালোই ফর্মে ছিলাম। তার সত্বেও আমাকে জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল। এমনকি আমার স্ট্রাইক রেট এবং গড়ও চোখে পড়ার মত ছিল।

গত বছর আইপিএলে রাজস্থান রয়েলসের হয়ে ওপেন করেছিলেন আজিঙ্কা রাহানে। কিন্তু এই বছর দিল্লিতে তিনি ওপেনিং পজিশনে খেলবেন নাকি সেই ব্যাপারে কিছু জানা যায়নি। কারণ দিল্লির ওপেনিংয়ে খেলেন শিখর ধাওয়ান এবং পৃথ্বী শাহ। আর এই প্রসঙ্গে রাহানেকে প্রশ্ন করা হলে তিনি বলেন এই মুহূর্তে সকলেই আইসোলেশনে রয়েছে, টিম ম্যানেজমেন্ট কি পরিকল্পনা করেছে তা আমরা কেউই জানিনা। তবে দলের স্বার্থে আমি যেকোনো পজিশনে ব্যাটিং করতে রাজি। এমনকি সেটা পাঁচ কিংবা ছয় নম্বরে হলেও আমার কোন অসুবিধা নেই।

X