মুম্বাই ইন্ডিয়ান্স থেকে 2011 সালে রাজস্থানে এসেছিলেন অজিঙ্কা রাহানে। তারপর দীর্ঘ নয় বছর রাজস্থানের হয়ে আইপিএল খেলেছেন রাহানে, অধিনাকত্বও করেছেন। এবার নয় বছরের সম্পর্কের ইতি টেনে রাজস্থান থেকে দিল্লীতে যেতে চলেছে রাহানে।
বোর্ডের এক কর্তা জানিয়েছেন এখন পর্যন্ত এই ব্যাপারে কথাবার্তা চললেও আজকেই দিল্লি ক্যাপিটলে যেতে পারেন রাহানে। কারণ বৃস্পতিবারই শেষ হয়ে যাচ্ছে ‘আইপিএলের প্লেয়ার টান্সপার উইন্ডো।’
আইপিএলে 32.93 ব্যাটিং গড়ে মোট 140 টি ম্যাচ খেলেছেন রাহানে, দুটি শতরান করেছেন। স্টাইক রেট 121.92। এই রাহানেই রাজস্থানের হয়ে 2012 সালে সবচেয়ে বেশি রান করেছিলেন।
রাজস্থান থেকে 4 কোটি মূল্যে দিল্লীতে যেতে চলেছেন রাহানে। রাহানের পরিবর্তে নির্বাসন কাটিয়ে দিল্লী থেকে রাজস্থানে চলে যাচ্ছে পৃথ্বী শাহ। গতবারের আইপিএলে রাহানে রাজস্থানের হয়ে মোট 14 টি ম্যাচ খেলে 393 রান করেছিলেন। যার মধ্যে সর্বোচ্চ ছিল অপরাজিত 105 রান। 2018 সালের ফেব্রুয়ারি মাসে শেষ বার জাতীয় দলের হয়ে সীমিত ওভারে মাঠে নেমেছিলেন রাহানে। আর শেষ বার টি-টোয়েন্টি খেলেছেন 2016 সালের আগস্ট মাসে।