KKR-এ “এন্ট্রি” নিয়েই বিধ্বংসী হয়ে উঠলেন রাহানে! অবলীলায় করে ফেললেন ৪৩২ রান

বাংলা হান্ট ডেস্ক: ক্রিকেটের T20 ফরম্যাটকে সাধারণত যুব খেলোয়াড়দের খেলা হিসেবে মনে করা হয়। যদিও, এবার T20 ক্রিকেটেই “বুড়ো হাড়ে ভেল্কি দেখাচ্ছেন” অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। লাগাতার দুর্ধর্ষ পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে সবাইকে চমকে দিচ্ছেন তিনি। এবার সৈয়দ মুস্তাক আলি ট্রফির সেমিফাইনালে ৯৮ রানের শক্তিশালী ইনিংস খেলেছেন ৩৬ বছর বয়সী রাহানে।

দুরন্ত পারফরম্যান্স রাহানের (Ajinkya Rahane):

শুধু তাই নয়, তাঁর (Ajinkya Rahane) পারফরম্যান্সের ওপরে ভর করে বরোদাকে হারিয়ে মুম্বাই ফাইনালে উঠেছে। মুম্বাইয়ের হয়ে খেলা রাহানে, সৈয়দ মুস্তাক আলি ট্রফির চলতি মরশুমে ৮ ম্যাচে ৪৩২-এর বেশি রান করেছেন শুধু তাই নয়, তাঁর স্ট্রাইক রেট রয়েছে ১৭০-এর কাছাকাছি।

Ajinkya Rahane is putting on a terrific performance.

দেশের হয়ে ৮ বছর আগে T20 ম্যাচ খেলেছেন: জানিয়ে রাখি যে, বিগত দেড় বছর ধরে ভারতীয় দলের বাইরে রয়েছেন রাহানে (Ajinkya Rahane)। ৮ বছর আগে তিনি দেশের হয়ে T20 ম্যাচ খেলেছিলেন। ধীরগতির স্ট্রাইক রেটের কারণ দেখিয়ে তাঁকে প্রথমে T20 এবং পরে ODI দল থেকে বাদ দেওয়া হয়। এরপর একাধিক IPL ফ্র্যাঞ্চাইজি রাহানেকে দলে নিলেও পরে প্লেয়িং ইলেভেন থেকে বাদ দেয়। কিন্তু, এবার তিনি ব্যাট হাতে সবাইকে যোগ্য উত্তর দিচ্ছেন।

আরও পড়ুন: পাকিস্তানের পুড়ল কপাল! হাইব্রিড মডেলেই সম্পন্ন হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, কোন দেশে ম্যাচ খেলবে ভারত?

৫০-এর বেশি গড়ে রান করেছেন: রাহানে (Ajinkya Rahane) যে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা ফের একবার প্রমাণ করে দিল সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তাঁর পারফরম্যান্স। মুম্বাইয়ের হয়ে ওপেনিং করা এই ব্যাটার ৮ ম্যাচে ৪০০ রান করেছেন। এই সময়ের মধ্যে তাঁর গড় ছিল ৫০-এর বেশি।

আরও পড়ুন: মুকেশ আম্বানির হাত ধরে সম্পন্ন হল ভারত-রাশিয়ার সবথেকে বড় চুক্তি! প্রতিদিন মিলবে ৫ লক্ষ ব্যারেল তেল

KKR-এর অধিনায়ক করতে পারে: এদিকে, রাহানের সাম্প্রতিক পারফরম্যান্স মুম্বাইয়ের পাশাপাশি স্বস্তি এনে দিচ্ছে KKR শিবিরেও। চলতি বছরের নভেম্বরে সম্পন্ন হওয়া IPL নিলামে KKR রাহানেকে (Ajinkya Rahane) ১.৫ কোটি টাকায় কিনে নেয়। এদিকে, KKR শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিয়েছে। যিনি গত বছর দলের অধিনায়ক ছিলেন। শ্রেয়স এখন পাঞ্জাব কিংসের সঙ্গে যুক্ত হয়েছেন। এমতাবস্থায়, কলকাতা নাইট রাইডার্সকে তাদের নতুন অধিনায়ক বেছে নিতে হবে। অনেকেই অনুমান করেছেন যে অধিনায়ক হিসেবে অজিঙ্কা রাহানেকে বেছে নিতে পারে KKR। এখন KKR ম্যানেজমেন্ট ঠিক কোন পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্রিকেট অনুরাগীরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর