বাংলা হান্ট নিউজ ডেস্কঃ টেস্ট ফরম্যাটে রোহিত শর্মার (Rohit Sharma) অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল অনেক আগেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) হারের পর এবার অনেকেই আর চাইছেন না রোহিতকে বৃহত্তর ফরম্যাটে ভারতীয় দলের (Team India) অধিনায়ক হিসেবে দেখতে। কিন্তু তাকে নিয়ে চরম সিদ্ধান্ত নেওয়ার আগে শেষ একটা সুযোগ তাকে দিচ্ছে বিসিসিআই (BCCI)।
জুন মাসে ভারতীয় দল আর কোনও দ্বিপাক্ষিক সিরিজি খেলছে না। তারপর জুলাই মাসে তারা উড়ে যাবে ক্যারিবিয়ান ভূমে। সেখানে একটি টেস্ট টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজ খেলবে ভারতীয় দল। ওই টেস্ট সিরিজ হতে চলেছে রোহিত শর্মার অ্যাসিড টেস্ট। এমনিতে ওই সিরিজে সিনিয়র ক্রিকেটারদের পাঠানোর কথা ছিল না। কিন্তু পরিস্থিতির কারণে সম্ভবত কিছু বদল এসেছে চলেছে পরিকল্পনায়। বেশ কিছু সিনিয়র ক্রিকেটার চোটের জন্য ভারতীয় দলের অংশ না হতে পারায় রোহিত, বিরাটদের এই সিরিজে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
সহ অধিনায়কত্বের দায়িত্বে ফেরত আনা হয়েছে অজিঙ্কা রাহানে। সকলে মনে করছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভালো পারফরম্যান্স করার পুরস্কার পাচ্ছেন তিনি। শুধু তাই নয়, ভবিষ্যতে যদি রোহিত শর্মা কে টেস্ট অধিনায়ক এর দায়িত্ব থেকে সরানো হয় তাহলে খুব সম্ভবত রাহানেই হতে চলেছেন তার জায়গায় হতে চলা পরবর্তী স্থায়ী অধিনায়ক।
ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), শ্রীকর ভরত (উইকেট-রক্ষক), ইশান কিষাণ (উইকেট-রক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র অশ্বিন। জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নভদীপ সাইনি
ভারতের ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেট-রক্ষক), ইশান কিষান (উইকেট-রক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনদকাট, মহম্মদ সিরাজ, উমরান মালিক, মুকেশ কুমার