বাংলা হান্ট নিউজ ডেস্ক: চূড়ান্ত খারাপ খবর কলকাতা নাইট রাইডার্সের ভক্তদের জন্য। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে মরশুমের বাকি একটি ম্যাচে খেলতে পারবেন না নাইট ওপেনার অজিঙ্কা রাহানে। ১৪ই মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান রাহানে। যার জন্য সেদিন ফিল্ডিংও করতে পারেননি তারকা ক্রিকেটার। এবার পরের ম্যাচে ফের নতুন ওপেনিং কম্বিনেশন নিয়ে মাঠে নামতে হবে নাইটদের। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী চোট সরিয়ে ফিরতে ৪ সপ্তাহ লাগবে রাহানের। তাই তার ভারতীয় দলের সাথে ইংল্যান্ড সফরে যাওয়া নিয়েও উঠছে প্রশ্ন। চলতি মরশুমে ব্যাট হাতে নাইটদের হয়ে ৭ ম্যাচে ১৩৩ রান করেছিলেন তিনি।
এর আগে চোট পেয়ে নাইট শিবির থেকে ছিটকে গেছেন অজি ফাস্ট বোলার প্যাট কামিন্সও। হিপ মাসলের চোটের কারণে আইপিএল ২০২২-এর বাকি অংশতে বোলিংয়ে নামার ক্ষমতা নেই তার আর। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী কেকেআরের সঙ্গে মুম্বাইয়ের ম্যাচের পরে কামিন্সের চোট পরীক্ষা করে দেখা হয়েছিল, এবং তারপরেই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
এইমুহূর্তে কেকেআরের প্লে অফ ভাগ্য ঝুলছে সরু সূতোর ওপর। তাদের হাতে আছে একটি ম্যাচ। প্লে অফে যোগ্যতা অর্জন করতে গেলে ম্যাচটিতে জিততে হবে তাদের। তারপর তাদের আশা করতে হবে বাকি দলগুলির মধ্যে হওয়া ম্যাচের ফলাফলও তাদের পক্ষেই যায়। তবে এরই মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হার কিছুটা অক্সিজেন জুটিয়েছে নাইটদের। তারা চাইবে যে পরের ম্যাচেও কোহলিরা যাতে জয় না পান। রাহানে ও কামিন্সদের চোট মাথায় রেখে পরবর্তী ম্যাচে নিম্নলিখিত একাদশ নিয়ে নামতে পারেন শ্রেয়সরা:
কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ:
অ্যারন ফিঞ্চ, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (অধিনায়ক), রিংকু সিং, নীতীশ রানা, আন্দ্রে রাসেল, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), উমেশ যাদব, সুনীল নারায়ণ, টিম সাউদি, অনুকূল রয়