“কোহলিকে বাদ দেওয়া ভুল, ওর অভিজ্ঞতা বিশ্বকাপে ভারতের কাজে লাগবে” মত প্রাক্তন ভারতীয় তারকার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে ভারতীয় দল। দলে অনেক নামিদামি তারকারা অনুপস্থিত। এই ওডিআই সিরিজের জন্য তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। রোহিত শর্মা, রিশভ পন্থের মতো তারকা ক্রিকেটার আবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে ফিরবেন। কিন্তু প্রায় সকল গুরুত্বপূর্ণ তারকা ওই দলে ফিরলেও বিরাট কোহলি ওই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও অনুপস্থিত থাকবেন।

সাম্প্রতিক সময়ে বিরাট কোহলির ফর্ম খুব একটা স্বস্তির যাচ্ছে না। সাম্প্রতিক ইংল্যান্ড সফরে তিনি একেবারেই বেড়াতে ছন্দে ছিলেন না। আর এটাও শোনা গেছে যে ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেই বিশ্রাম জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। একেই তিনি ফর্মে নেই তার ওপর এই যেচে বিশ্রাম নেওয়ার ঘটনা নিয়ে তার ওপর ক্ষুব্ধ। কপিল দেব থেকে শুরু করে অজয় জাদেজার মতো তারকারা তাকে টি-টোয়েন্টি দল থেকে ছেঁটে ফেলার কথাও বলেছেন।

images 2021 10 17T123209.520

কিন্তু এই অবস্থায় ভারতের প্রাক্তন অধিনায়কের পাশে দাঁড়ালেন অজিত আগরকার। প্রাক্তন ভারতীয় পেসার মনে করেন যে বিশ্বকাপের আগে ঠিক সময়ে ভারতীয় তারকা নিজের ফর্ম ফিরে পাবেন। আগরকার বলেছেন, “এই সময়টা বিরাটের ভালো যাচ্ছে না, এমনটা বড় বড় ক্রীড়াবিদদের সাথেও হয়ে থাকে। আশা করছি ভারতীয় দলের স্বার্থেই ও তাড়াতাড়ি ফর্ম ফিরে পাবে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে ওর অভিজ্ঞতা ভারতের কাজে লাগবে।”

আগরকার আরও যোগ করেছেন, “সবাই এই মূহুর্তে ওর বিরুদ্ধে কথা বলছেন কারণ ও নিজেই নিজেকে এমন উচ্চতায় তুলে নিয়ে গেছে, যার পরে ওকে এই অবস্থায় দেখা সকলের পক্ষে সম্ভব হচ্ছে না।” যদিও এই কঠিন অবস্থার মধ্যেও ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা তার পাশে দাঁড়িয়েছেন।

Reetabrata Deb

সম্পর্কিত খবর