বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) টেস্ট বা ওডিআই স্কোয়াডে জায়গা হয়নি অভিজ্ঞ ক্রিকেটার শিখর ধাওয়ানের (Shikhar Dhawan)। ক্যারিবিয়ান সফরের ভারতীয় টি-টোয়েন্টি স্কোয়াড পরে ঘোষিত হয়েছে। কিন্তু ওই ফরম্যাটে আরও আগে থেকেই নির্বাচকদের আস্থা হারিয়েছেন তিনি। তাই কিছুদিন আগেও মনে করা হচ্ছিলো যে দেশের জার্সিতে তার কেরিয়ারের ইতি ঘটে গিয়েছে। তবে আচমকাই তার সামনে খুলে গেল একটা নতুন সুযোগ। শুধু ভারতীয় দলের হয়ে খেলা নয়, ফের একবার তাকে দলের নেতৃত্বের ভার দিতে চলেছে বিসিসিআই (BCCI)।
আসন্ন এশিয়ান গেমস টুর্নামেন্টে ক্রিকেট একটি অংশ হতে চলেছে। এবং অনেক বিচার বিবেচনার পরে বিসিসিআই শেষ পর্যন্ত পুরুষ ও মহিলা দুই দলকেই ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পাঠাতে চলেছে। চীনে আয়োজিত ওই টুর্নামেন্ট আরম্ভ হবে সেপ্টেম্বর মাসে। তার আগে জুলাইয়ে বৈঠকে বিসিসিআই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছিল। আজই ছিল সেই বৈঠক।
সেই বৈঠকে এশিয়ান গেমসে অংশগ্রহণের ব্যাপারটি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্র মারফত যে খবর পাওয়া গিয়েছে সেই অনুসারে জানা যাচ্ছে যে পূর্ণ শক্তির মহিলা ভারতীয় ক্রিকেট দল ওই টুর্নামেন্টে অংশ নেবে। কিন্তু পুরুষ দলের ক্ষেত্রে তেমনটা হবে না। কারণ অক্টোবর মাসের শুরু থেকেই আরম্ভ হবে ওডিআই বিশ্বকাপ। তাই শোনা যাচ্ছে আগারকারের নেতৃত্বাধীন নতুন নির্বাচক মন্ডলী শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন একটি দ্বিতীয় সারির দলকে ওই টুর্নামেন্ট খেলতে পাঠাতে পারে।
ভারতীয় দলকে নেতৃত্ব দেওয়ার বিষয়টা অবশ্য ধাওয়ানের কাছে নতুন কিছু নয়। এর আগে ২০২২ সালের বেশিরভাগ সময় জুড়ে যখন ভারতের প্রধান ক্রিকেটাররা টি-টোয়েন্টি ফরম্যাট নিয়ে বেশি ব্যস্ত ছিলেন, তখন অনভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের দিয়ে সমৃদ্ধ একটি দলকে ওডিআই ফরম্যাটে নেতৃত্ব দিয়েছেন ধাওয়ান। সেই কথা মাথায় রেখেই হয়তো তাকে এই টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই।
যেহেতু ভারতীয় ক্রিকেট বোর্ড দ্বিতীয় সারির দল পাঠাবে চীনের মাটিতে, তাই ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড় সেই দলের সঙ্গে যাত্রা করবেন না। তার জায়গায় এই গুরুদায়িত্ব পালন করবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। রাহুল দ্রাবিড় করোনার শিকার হয়ে অসুস্থ হয়ে পড়লে তিনি ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন। এছাড়া হার্দিকের নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দল যখন আয়ারল্যান্ড সফরে গিয়েছিল, তখনও দ্রাবিড় ব্যস্ত থাকায় তাকে কোচ হিসাবে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল। ফলে তার কাছে এই অভিজ্ঞতা নতুন কিছু নয়।