“নেতাজি বেঁচে থাকলে দেশভাগ হত না!” এবার এই কারণে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন অজিত ডোভাল

বাংলা হান্ট ডেস্ক: দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল শনিবার দিল্লিতে নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhas Chandra Bose) মেমোরিয়ালে প্রথম বক্তৃতা রাখেন। সেই সময় তিনি দেশভাগ এবং নেতাজির ব্যক্তিত্ব নিয়ে একাধিক প্রসঙ্গ উপস্থাপিত করেন। তিনি জানান, নেতাজি সুভাষ চন্দ্র বসু বেঁচে থাকলে দেশভাগের ঘটনা ঘটত না।

তিনি বলেন, “নেতাজি তাঁর জীবনে একাধিকবার সাহস দেখিয়েছেন এবং মহাত্মা গান্ধীকে চ্যালেঞ্জ করার সাহসও তাঁর ছিল”। ডোভালের মতে, “তবে মহাত্মা গান্ধী যখন তাঁর রাজনৈতিক কেরিয়ারের শীর্ষে ছিলেন তখন বোস কংগ্রেস ছেড়ে চলে গিয়েছিলেন।” ডোভাল জানান, “আমি ভালো বা খারাপ বলছি না, তবে ভারতীয় ইতিহাস এবং বিশ্ব ইতিহাসের মধ্যে বহু সমান্তরাল দিক রয়েছে। আর এটা তাঁদের জন্য রয়েছে যাঁরা গতির বিপরীতে চলেন। এটা কিন্তু খুব সহজ নয়।”

“নেতাজিকে সমর্থন করেছিল জাপান”: ডোভাল বলেন, “নেতাজি একা ছিলেন। জাপান ছাড়া তাঁকে সমর্থন করার মতো কোনো দেশ ছিল না। নেতাজি বলেছিলেন যে, আমি সম্পূর্ণ স্বাধীনতার চেয়ে কম কিছুর জন্য মীমাংসা করব না। তিনি শুধু এই দেশকে রাজনৈতিক পরাধীনতা থেকে মুক্ত করতে চাননি, পাশাপাশি এটাও বলেছিলেন যে জনগণের রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক মানসিকতা পরিবর্তন করতে হবে এবং তাঁদের আকাশে মুক্ত পাখির মতো অনুভব করা উচিত।”

“নেতাজির উপস্থিতিতে দেশভাগ হত না”: সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন “নেতাজির মনে এই চিন্তা এসেছিল যে, আমি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করব কিন্তু আমি স্বাধীনতার জন্য ভিক্ষা করব না। এটি আমার অধিকার এবং আমি এটি পাব।”

পাশাপাশি, ডোভাল বলেন, “সুভাষ চন্দ্র বসু থাকলে ভারতের বিভাজন ঘটত না। জিন্নাহ বলেছিলেন যে আমি কেবল একজন নেতাকে মেনে নিতে পারি আর তিনি হলেন সুভাষ চন্দ্র বসু।” ডোভাল বলেন, “আমার মাথায় প্রায়ই একটি প্রশ্ন আসে। তা হল আমাদের চেষ্টাটা বড়, নাকি আমাদের ফলাফল। সেক্ষেত্রে কেউ কখনও নেতাজি সুভাষচন্দ্র বসুর চেষ্টা নিয়ে প্রশ্ন করতে পারবে না। গান্ধীও তাঁর প্রশংসা করতেন।”

national security advisor nsa ajit doval 1605986

তিনি জানান, “তবে মানুষ সব সময় আপনাকে বিবেচনা করবেন, আপনার কাজের ফলাফলের মাধ্যমে। তাহলে কি সুভাষ চন্দ্র বসুর সব পরিশ্রম বিফলে গিয়েছিল?” ডোভালের মতে, “ইতিহাস নেতাজির প্রতি নির্দয় ছিল।আমি খুব খুশি যে প্রধানমন্ত্রী মোদী এই বিষয়টিকে পুনরুত্থানের জন্য আগ্রহ প্রকাশ করেছেন। “

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর