জম্মু কাশ্মীরের উপর থেকে বিশেষ ধারা প্রত্যাহারের পর থেকে টানা দশ দিন উপত্যকার পরিস্থিতি ক্ষতি দেখার জন্য উপস্থিত ছিলেন অজিত দোভাল৷ কাশ্মীর ইস্যুতে এবার আরও একবার মুখ খুললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল৷ কাশ্মীরীদের উপর ভারত অত্যাচার করছে এমন অভিযোগ তুলেছে পাকিস্তান৷ এই প্রসঙ্গে কড়া জবাব দিতে গিয়ে ভারত পাক সন্ত্রাসবাদীদের হাত থেকে কাশ্মীরকে রক্ষা করতে সদা প্রস্তুত বলে জানালেন দোভাল৷ শুধু তাই নয় পাকিস্তানের বিরুদ্ধে এক হাত নিয়ে প্রতিদিন জম্মু ও কাশ্মীরে পাকিস্তান অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও জানান তিনি৷
সাংবাদিকদের সামনে কাশ্মীরের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, অশান্তি ছড়ানোর জন্য পাকিস্তান ইতিমধ্যেই সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঘটাচ্ছে যদিও তাঁদের মধ্যে গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে৷ পাশাপাশি কাশ্মীরের নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের হাত থেকে কাশ্মীরের মানুষদের জীবন রক্ষা করতে তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান তিনি৷
অন্যদিকে কাশ্মীরের নেতাদের গৃহবন্দি প্রসঙ্গে বলতে গিয়ে অজিত দোভাল জানিয়েছেন, তাঁদের আইন মোতাবেক কে আটক করা হয়েছে৷ এমনকি নিরাপত্তার স্বার্থেও তাঁদের আটক করা হয়েছে৷ তাই গণতন্ত্রের পরিস্থিতি ঠিকঠাক হলেই তাঁদের অচিরেই মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন৷ 370 ধারা প্রত্যাহার নিয়ে এদিন অজিত দোভাল ভারতের সিদ্ধান্তের জন্য আখেরে কাশ্মীরের উন্নতি হবে বলে আশা রেখেছেন৷
সেখানকার অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে চাকরি ক্ষেত্রের উন্নতি ও সামগ্রিক উন্নয়ন শীঘ্রই হবে বলে জানান তিনি৷ 370 ধারা প্রত্যাহার করার পর থেকে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন উঠেছে৷ গোটা কাশ্মীর জুড়ে শান্তি বজায় আছে এমনকি সেখানে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ বেশির ভাগ জায়গায় ল্যান্ডমাইন পরিষেবা এবং ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে৷ 10 থানায় এখনও অবধি বিধি নিষেধ আরও আছে বলে জানান দোভাল৷