বাংলাহান্ট ডেস্ক : ভরা চৈত্রেই গ্রীষ্মের আঁচে পুড়ছে বাংলা। এখনই রেহাই নেই এই গরমের হাত থেকে। প্রচণ্ড গরমে রাজ্যবাসীর অবস্থা হাঁসফাঁস হলেও আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গবাসীর জন্য কোনও স্বস্তির খবর নেই আবহবিদদের কাছে। বরং আগামী দুদিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। প্রবল উত্তাপের সঙ্গেই বাড়তে থাকা জলীয় বাষ্পের কারণে আরও বাড়বে অস্বস্তি। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে তাপপ্রবাহ। তা থেকে বাঁচতেই মানুষকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৩° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৮° সেলসিয়াস
আর্দ্রতা : ৯৩%
বাতাস : ২০.৬ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৯%
আজকের আবহাওয়া
বৃহস্পতিবার বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, হালকা মেঘাচ্ছন্ন থাকবে শহর কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ। আপাতত দক্ষিণবঙ্গবাসীর জন্য কোনও স্বস্তির বাণী শোনাতে পারেনি আবহাওয়া দপ্তর। তবে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের একাধিক জেলায়। পশ্চিমের জেলাগুলির পর এবার রেহাই নেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও। আপেক্ষিক আর্দ্রতার কারণে তুঙ্গে থাকবে অস্বস্তি। এদিন কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৩° এবং ২৮° সেলসিয়াস।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
অক্ষরেখার অবস্থান পরিবর্তনের জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে ঢুকেছে উত্তরবঙ্গে। ফলে আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আগামী ২ দিন বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে। শনিবারের মধ্যে বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের সবকটি জেলা। তবে আপাতত তাপমাত্রার খুব একটা পরিবর্তন হচ্ছে না। আগামী ৫ দিন মোটামুটি একই থাকছে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা।
এদিন বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ২ এপ্রিল শনিবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে অবশ্য আবহাওয়া শুকনো থাকবে। ২ এপ্রিল সকালের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার সঙ্গে উত্তর ২৪ পরগনাতেও অল্প বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৩ দিনে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ২-৩°সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ২ দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। বাঁকুড়া ছাড়াও তাপপ্রবাহ চলবে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে।
আগামী কালের আবহাওয়া
আগামীকাল অংশত মেঘলা থাকবে কিছু কিছু এলাকার আকাশ। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। তাপপ্রবাহ চলবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩২° এবং ২৭° সেলসিয়াস।