চৈত্রের শুরুতেই ৩৫° পেরোলো রাজ্যের তাপমাত্রা, বড় পূর্বাভাস শোনালো আবহাওয়া দপ্তর: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক :  ক্রমশ চড়ছে রাজ্যের তাপমাত্রা। এই মরশুমে প্রথম ৩৫° সেলসিয়াস ছুঁলো বঙ্গের তাপমাত্রা। রবিবার পুরুলিয়ার তাপমাত্রা ছিল কার্যই চলতি বছরে রাজ্যের সর্বোচ্চ। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই রাজ্যে। তবে আগামী কয়েকদিন বাড়বে তাপমাত্র। দক্ষিণবঙ্গের পাশাপাশি উষ্ণতা বাড়বে উত্তরবঙ্গেও। তবে দিনের তুলনায় বেশ কম থাকবে রাতের তাপমাত্রা। রাতের তাপমাত্রা ২০-২১° সেলসিয়াসের গন্ডির মধ্যেই ঘোরাফেরা করবে। তবে আপেক্ষিক আর্দ্রতা কম থাকায় খুব একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হবে না এখনই।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :৩৩° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২০° সেলসিয়াস
আর্দ্রতা : ৬৭%
বাতাস :  ৭.৩কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭২%

আজকের আবহাওয়া
রবিবার বিকেলে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, সোমবার আংশিক মেঘলা থাকবে শহর কলকাতার আকাশ। যদিও বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যের কোথাওই। বেশ কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। গরম বাড়লেও বাতাসে শুষ্কতার কারণে খুব একটা অস্বস্তি বোধ হবে না। এদিন কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৩° সেলসিয়াস এবং ২০°সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২° সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১° কম। উত্তরবঙ্গে রৌদ্রজ্বল থাকবে আবহাওয়া। তবে আগামী কয়েকদিন ২° থেকে ৩° বাড়বে তাপমাত্রা।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
রবিবার বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার শুকনো থাকবে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই। আগামী ৫-৬ দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পাবে প্রায় ২-৩°।  বৃহস্পতিবার দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩° সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫° সেলসিয়াস। আজ দার্জিলিং এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬° এবং ১৫° সেলসিয়াস।

অন্যদিকে, মঙ্গলবার সকালের মধ্যে শুকনোই থাকছে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া। আগামী ৫-৬ দিনের মধ্যে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও৷ কোথাও কোনও রকম বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ জুড়ে। তবে কিছু কিছু জায়গায়  সকালের দিকে হালকা ঠান্ডার আভাস থাকলেও দাবদাহ চলবে সারাদিন জুড়েই। দিনের তাপমাত্রা বাড়লেও রাতের তাপমাত্রা  বাড়তে পারে অতি সামান্যই। তবে আগামী সপ্তাহেই ৩৭° সেলসিয়াস পেরোতে পারে শহরের উষ্ণতা এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আপাতত কোনও সতর্কতা নেই রাজ্যে।

আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২° সেলসিয়াস।  অংশত মেঘলা থাকতে পারে কিছু এলাকার আকাশ। তাপমাত্রা বাড়লেও প্যাচপেচে গরমের অনুভূতি এখনই সঙ্গী হচ্ছে না বাঙালির।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর