বাংলাহান্ট ডেস্ক : ক্রমাগত উর্ধ্বমুখী রাজ্যের পারদ। আপাতত কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই গোটা রাজ্যে। শুকনো থাকবে উত্তরবঙ্গও। লাগাতার বেড়েই চলেছে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা। দিনকয়েকের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাবে ৪০° সেলসিয়াসে। অন্যদিকে ২১ মার্চই স্থলভাগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় সিতরাং। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আছড়ে পড়লে এযাত্রা ঝড়ের হাত থেকে বেঁচে যাবে পশ্চিমবঙ্গ, এমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৭° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৫° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৩%
বাতাস : ১১.১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬২%
আজকের আবহাওয়া
বৃহস্পতিবার বিকেলে দেওয়া পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার পরিষ্কার থাকবে শহর কলকাতার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যের কোথাওই। বেশ কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। যদিও বাতাসে শুষ্কতার কারণে খুব একটা অস্বস্তি বোধ হবে না। এদিন কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৭° সেলসিয়াস এবং ২৫°সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৬° সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ১° বেশি। উত্তরবঙ্গে রৌদ্রজ্বল থাকবে আবহাওয়া। তবে আগামী কয়েকদিন ২° থেকে ৩° বাড়বে পাহাড়ের তাপমাত্রা।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার ১৭ মার্চ বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকালের মধ্যে শুকনো থাকবে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই। আগামী ৩-৪ দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা বৃদ্ধি পাবে প্রায় ২-৩° সেলসিয়াস অবধি। বৃহস্পতিবার দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৮° সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭° সেলসিয়াস। আজ দার্জিলিং এর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে। ২৭° এবং ১৬° সেলসিয়াস।
অন্যদিকে, শনিবার সকালের মধ্যে শুকনোই থাকছে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া। আগামী ২ দিনের মধ্যে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও৷ তবে তারপর ৩ দিন মোটামুটি একই থাকবে আবহাওয়া। কোথাও কোনও রকম বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ জুড়ে। দাবদাহ চলবে সারাদিন জুড়েই। পশ্চিমের জেলা গুলিতে তাপপ্রবাহের সতর্কতা। দিন দুয়েকের মধ্যেই ৪০° সেলসিয়াস পেরোতে পারে পশ্চিমের জেলাগুলির উষ্ণতা এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২° সেলসিয়াস। পরিষ্কার রৌদ্রজ্বল থাকতে পারে কিছু এলাকার আকাশ। মাত্রাতিরিক্ত গরমে দাবদাহে পুড়বে দক্ষিণবঙ্গবাসী