রাজ্যে একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা, বড়সড় আপডেট দিলো আবহাওয়া দপ্তর

বাংলাহান্ট ডেস্ক :  আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া খবর অনুয়ায়ী গত কাল থেকেই বৃষ্টি শুরু হওয়ার কথা ছিল রাজ্যের সবকটি জেলাতেই। কিন্তু বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে কোথাওই সেভাবে দেখা যায়নি বৃষ্টিপাত। রোদ ঝলমলে ছিল কলকাতার আকাশও। আজ সকাল থেকেও রৌদ্রজ্বল কলকাতা। তবে আবারও বৃষ্টির সতর্কবাণীই শোনালো হাওয়া অফিস। বৃহস্পতি-শুক্রবার নাগাদ রাজ্যের বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছেন তাঁরা।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :২৯° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৭° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৮%
বাতাস :  ৭.৬ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৩%

আজকের আবহাওয়া
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে রবিবার থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। জানানো হয়েছিল গোটা রাজ্য জুড়েই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে চলেছে। কিন্তু সোমবারও রৌদ্রজ্বল ছিল আবহাওয়া। বৃষ্টির দেখা মেলেনি অধিকাংশ জায়গাতেই। তবে আজ আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা তৈরি হতে পারে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭°।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী,  বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং জেলায়। শুকনো থাকবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলির আবহাওয়া। তবে আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। বুধবার শুকনো থাকবে সমস্ত জেলা গুলিইম  তবে বৃহস্পতিবার থেকে অবনতি হবে আবহাওয়াতে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রার কোনো বড় পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

সোমবার বিকেলে দেওয়া আবহাওয়া দপ্তরের  পূর্বাভাস অনুযায়ী বুধবার অবধি শুকনো থাকবে দক্ষিনবঙ্গের সবকটি জেলা। তবে বৃহস্পতিবার থেকে মেঘাচ্ছন্ন হতে পারে কিছু কিছু এলাকার আকাশ। হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, নদিয়া জেলাগুলিতে। আগামী কয়েকদিন তেমন কোনো বড় পরিবর্তন হবে না দক্ষিনবঙ্গের তাপমাত্রাতেও।

আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯° সেলসিয়াস। সকালের দিকে কোথাও কোথাও হালকা কুয়াশা থাকলেও বেলার বাড়ার সঙ্গে কেটে যাবে তা। মূলত রোদঝলমলেই থাকবে গোটা রাজ্য।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর