বাংলাহান্ট ডেস্ক : ভয়াবহ গরমে নাজেহাল রাজ্যবাসী। তবে আপাতত স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর (alipore weather office)। ৫ জেলায় আজই হতে চলেছে বৃষ্টি। তবে দাবদাহের সঙ্গে সঙ্গেই বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তিও। তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেশিই। বৃষ্টির ফলে বাকি জেলাগুলিতে কোনও প্রভাবই পড়বে না। জেনে নিন রাজ্য জুড়ে কেমন থাকবে আজকের আবহাওয়া।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৬° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৬° সেলসিয়াস
আর্দ্রতা : ৯২%
বাতাস : ১৩.০ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬৩%
আজকের আবহাওয়া
মঙ্গলবার বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার সকালের মধ্যে পরিষ্কার থাকবে শহর কলকাতার আকাশ। তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মোটামুটি রাজ্যের ৫টি জেলায়। বেশ কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। বাতাসে বাড়বে আর্দ্রতা। সেই কারণে ভালোরকম অস্বস্তি বোধ হবে ন। এদিন কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৬° সেলসিয়াস এবং ২৬°সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪° সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২° বেশি।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
মঙ্গলবার বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার অর্থাৎ ২৪ মার্চ সকালের মধ্যে শুকনো থাকবে দার্জিলিং এবং কালিম্পং ছাড়া উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই। বুধবারও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। আগামী ৩-৪ দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা সেভাবে না বাড়লেও তা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা বেশিই থাকবে। শুকনো থাকবে বাকি সবকটি জেলা। উত্তরবঙ্গের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে ২-৪° সেলসিয়াস বেশিই।
অন্যদিকে, বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ৩ জেলায়। বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, এবং দুই মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবার সকালের মধ্যে শুকনোই থাকছে দক্ষিণবঙ্গের বাকি সবকটি জেলার আবহাওয়া। আগামী ২ দিনের মধ্যে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও৷ তবে তারপর ৩ দিন মোটামুটি একই থাকবে আবহাওয়া। কোথাও কোনও রকম বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ জুড়ে। দাবদাহ চলবে সারাদিন জুড়েই। পশ্চিমের জেলা গুলিতে অত্যাধিক গরমের সতর্কতা। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পেরোতে পারে ২-৪° সেলসিয়াস।
আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬° সেলসিয়াস। পরিষ্কার রৌদ্রজ্বল থাকতে পারে কিছু এলাকার আকাশ। মাত্রাতিরিক্ত গরমে দাবদাহে পুড়বে দক্ষিণবঙ্গবাসী। কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।