মেঘের দেখা নেই দক্ষিণবঙ্গে, গনগনে আঁচে পুড়ছে কলকাতা সহ গোটা একাধিক জেলা

বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েকদিন ধরেই রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস ফিয়েছিল আবহাওয়া দপ্তর। কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী তো কোন ছাড় দেখা মেলেনি এক ফোঁটা বৃষ্টিরও। উলটে দমক হাওয়ায় আকাশে থাকা কালো মেঘ উড়ে গিয়ে আরও বাড়াচ্ছে তাপমাত্রা। আপাতত কোনও রকম স্বস্তিই নেই দক্ষিণবঙ্গবাসীর জন্য। বরং উত্তরোত্তর বাড়বে গরম এবং অস্বস্তি। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৯° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৭°সেলসিয়াস
আর্দ্রতা : ৮৯%
বাতাস :  ২১ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬৮%

   

আজকের আবহাওয়া 

গতকাল বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া বুলেটিন অনুযায়ী, এদিন সকালের পর থেকেই জেলায় জেলায় বাড়বে তাপমাত্রা। মেঘ কেটে রোদঝলমলে আকাশের সঙ্গে সঙ্গেই লাফিয়ে বাড়তে চলেছে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুকনোই থাকবে দক্ষিণের জেলাগুলি। এদিন কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৯° সেলসিয়াস এবং ২৭° সেলসিয়াস। তীব্র দাবদাহে পুড়বে দক্ষিণের জেলাগুলি।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
বিগত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে। চলেছে ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও। তবে রবি বার বিকেলে আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী আপাতত বিক্ষিপ্ত ভাবেই বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতে। মঙ্গলবার সকালের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের সবকটি জেলায়। আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে হিমালয় সংলগ্ন জেলাগুলি। হতে পারে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়াও। আগামী ২-৩ দিনে দিনের তাপমাত্রা বাড়তে পারে ২-৩° অবধি।

weather 28

শনিবার থেকেই বদলাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। মেঘ কেটে পরিষ্কার হয়েছে আকাশ। আপাতত বৃষ্টির কোনও রকম সম্ভাবনা নেই সেভাবে। রৌদ্রজ্বল দিন হওয়ায় বাড়বে তাপমাত্রা। আগামী কয়েক দিন বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। আগামী ১-২ দিনে তাপমাত্রা বাড়বে প্রায় ৩° মতন। দক্ষিণবঙ্গের একাধিক জেল্য তাপপ্রবাহের সতর্কতাও জারি করতে পারে আবহাওয়া দপ্তর।

আগামী কালের আবহাওয়া
আগামীকাল রৌদ্রজ্জ্বল থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। দক্ষিনবঙ্গের প্রায় সবকটি জেলাতেই শুকনো থাকবে আবহাওয়া। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৯° এবং ২৭° সেলসিয়াস।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর