বাংলাহান্ট ডেস্ক : বলা হচ্ছিল যে এবার সময়ের আগেই রাজ্যে আসতে চলেছে বর্ষা। কিন্তু সে আশায় জল ঢালল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। আপাতত গগি হারিয়ে বন্ধ হয়েছে মৌসুমি বায়ুর উত্তর অভিমুখে যাত্রা। আর এর জেরেই বড় রকমের বদল দেখা যাবে রাজের আবহাওয়ায়। লাফিয়ে বাড়বে বাংলার তাপমাত্রা। আগামী দিন চারেকেএ মধ্যে তাপমাত্রা বাড়বে প্রায় ২-৩ ° সেলসিয়াস।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৫° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৮° সেলসিয়াস
আর্দ্রতা : ৯৩%
বাতাস : ১৩.২ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৫%
আজকের আবহাওয়া
আজও আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে কলকাতার আকাশ। আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ২৭ মে সকালের মধ্যে কলকাতার কোথাও কোথাও হতে পারে হালকা বৃষ্টিও। বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সংলগ্ন জেলাগুলিতেও। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে, ৩৫° সেলসিয়াস এবং ২৮° সেলসিয়াস।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
গতকাল বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ২৬ মে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৭ মে শুক্রবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি তিন জেলায়, হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়া তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই উত্তরবঙ্গ। আগামী ৩-৪ দিনে তাপমাত্রায়ও সেরকম বড় কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
অন্যদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ২৭ মে শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায় বয়ে যেতে পারে ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও পরবর্তী দিন চারেকে তাপমাত্রা বাড়তে চলেছে প্রায় ২-৩° সেলসিয়াস। যা কিনা আরও বাড়াবে অস্বস্তি।
আগামী কালের আবহাওয়া
আগামীকাল মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রাজ্যের কয়েকটি জেলায়। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। ফলে গুমোট গরমে আবারও হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণও। আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৬° সেলসিয়াস এবং ২৮° সেলসিয়াস।