বাংলাহান্ট ডেস্ক : বিগত কয়েকদিন ধরেই রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি ও কালবৈশাখীর পূর্বাভাস ফিয়েছিল আবহাওয়া দপ্তর। কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী তো কোন ছাড় দেখা মেলেনি এক ফোঁটা বৃষ্টির। তীব্র দাবদাহে পুড়ছে বানলা। আরও বাড়চ্ছে তাপমাত্রা। আপাতত কোনও রকম স্বস্তিই নেই দক্ষিণবঙ্গবাসীর জন্য। বরং উত্তরোত্তর বাড়বে গরম এবং অস্বস্তি। গোটা রাজ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৭° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৭°সেলসিয়াস
আর্দ্রতা : ৮৯%
বাতাস : ২০.৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৫৭%
আজকের আবহাওয়া
গতকাল বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া বুলেটিন অনুযায়ী, রোদঝলমলে আকাশের সঙ্গে সঙ্গেই লাফিয়ে বাড়তে চলেছে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুকনোই থাকবে দক্ষিণের জেলাগুলি। এদিন কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩৭° সেলসিয়াস এবং ২৭° সেলসিয়াস। তীব্র দাবদাহে পুড়বে দক্ষিণের জেলাগুলি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা ঘোষণা করেছে আবহাওয়া অফিস। শনিবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
গতকাল বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের মালদহ বাদে সবকটি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ এপ্রিল দুই দিনাজপুর এবং মালদহকে বাদ দিয়ে বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের বাকি সবকটি জেলাতেই। আগামী ২-৩ দিনে তাপমাত্রা সেরকম পরিবর্তন না হলেও পরবর্তী ২ দিনে বেশ কিছুটা কমবে তাপমাত্রা।
অন্যদিন ২৯ এপ্রিল শুক্রবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে।পরবর্তী ২৪ ঘন্টা বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ বজায় থাকবে। শনিবারের আগে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। শনিবার মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। খানিক মেঘের দেখা মিলবে কলকাতার আকাশেও। আগামী ২ দিন তাপমাত্রা বাড়লেও পরবর্তী ২-৩ দিনে ২° অবধি কমবে তাপমাত্রা।
আগামী কালের আবহাওয়া
আগামীকাল রৌদ্রজ্জ্বল থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। দক্ষিনবঙ্গের সবকটি জেলাতেই শুকনো থাকবে আবহাওয়া। কোথাও বৃষ্টির কোনও সম্ভবনা নেই। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। আগামীকাল বাংলার একাধিক জেলায় জারি থাকছে তাপপ্রবাহ। আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৭° এবং ২৮° সেলসিয়াস।