আরও বাড়তে চলেছে তাপমাত্রা, বসন্তেই গলদঘর্ম বঙ্গবাসী: আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক : বাড়ছে শহরের তাপমাত্রা। দুপুরের রোদে ইতিমধ্যেই গলদঘর্ম হতে শুরু করেছে বাঙালি। মার্চের শুরুতেই পারদ চড়েছে ৩২°তে। দার্জিলিং এবং কালিম্পং ছাড়া বাকি জেলাগুলি শুকনো থাকায় সেখানেও বেড়েছে তাপমাত্রা।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :৩২° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২১° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৩%
বাতাস : ৭.৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬৬%

আজকের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার শুকনোই থাকবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা। অতি হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমদিকের কয়েকটি জেলায়। বৃষ্টি চলবে পাহাড়ে। নিম্নচাপের জেরে কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে বৃহস্পতিবার রৌদ্রজ্বলই থাকবে শহর কলকাতার আকাশ। তবে কিছু কিছু এলাকা অংশত মেঘলা থাকবে। রোদের তেজ বাড়ায় বেশ ভালোই গরম অনুভূত হবে দুপুরের দিকে। বিকেলের পর থেকে অবশ্য হাওয়া বইতে শুরু করবে। বৃহস্পতিবারের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৩২° সেলসিয়াস এবং ২১° সেলসিয়াস।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সকালের মধ্যে বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বাকি জেলাগুলিতে শুকনোই থাকবে আবহাওয়া। বৃহস্পতিবার রাতের মধ্যে কোথাও আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই। খানিকটা হলেও বদলাবে দিনের তাপমাত্রা। বৃষ্টির জেরে ওই দুই জেলায় তাপমাত্রা কিছুটা কমলেও বাকি জেলাগুলিতে খানিক চড়বে পারদ তাপমাত্রা বাড়তে পারে ১-২° সেলসিয়াস। বুধবার দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬° সেলসিয়াস।

বৃহস্পতিবার সকালের মধ্যে মূলত শুকনোই থাকবে দক্ষিণবঙ্গের সব জেলা। রৌদ্রজ্জ্বল থাকবে সবকটিই জেলাই। শুক্রবার সকালের মধ্যেও খুব একটা পরিবর্তন হবে না আবহাওয়ার। শুক্রবারও শুকনোই থাকবে দক্ষিণবঙ্গের সবকটি জেলা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতেও। তবে ১-২° বাড়তে পারে উষ্ণতা। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪° সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১° বেশি। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২° সেলসিয়াস।

আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২° সেলসিয়াস। রোদ ঝলমলে আবহাওয়া থাকবে রাজ্যজুড়েই। বাড়বে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ।নিম্নচাপের জেরে বেশ কিছুটা বাড়তে চলেছে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা৷ রীতিমতো গরম অনুভূত হবে পশ্চিমের জেলা গুলি এবং কলকাতায়।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর