যেতে যেতেও থমকে শীত, পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবারও শৈত্যপ্রবাহ রাজ্যে : আবহাওয়ার খবর

বাংলাহান্ট ডেস্ক : যেতে যেতেও যেন যচ্ছে না শীত। একবার বিদায় নেওয়ার পরও যেন কিছুতেই কাটছে না শীতের রেশ। আবহাওয়া (Weather) দপ্তর সূত্রে খবর এখনও বেশ কয়েকটা দিনই শীতের আমেজ থাকবে রাজ্যে (West Bengal)। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হিমালয় সংলগ্ন জেলাগুলিতে চলবে শৈতপ্রবাহ এবং তুষারপাত।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :২৩° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৩° সেলসিয়াস
আদ্রতা : ৭৮%
বাতাস :  ৯.৩কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬২%

   

আজকের আবহাওয়া
গত সপ্তাহের শেষের দিকে বৃষ্টিতে ভিজলেও কাল থেকেই আবহাওয়ারর উন্নতি হয়েছে দক্ষিণবঙ্গে। পশ্চিম ভারতে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত আপাতত অক্ষের আকারে অবস্থান করছে পশ্চিমবঙ্গের উপর। যার জেরে   উত্তরবঙ্গের জেলা গুলিতে এখনই থামছে না তুষারপাত এবং শিলাবৃষ্টি। চলবে শীতপ্রবাহও। আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩° সেলসিয়াস। সপ্তাহান্তে বৃষ্টির জেরে বেশ কিছুটা কমেছে শহরের তাপমাত্রা।  তবে আগামী কয়েকদিন যে পিছু ছাড়বে না শীতের আমেজ, এমনটাই জানা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
সরস্বতী পুজোতেও ভারী বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস ছিল উত্তরে। হলও তাই। গতকাল সারাদিন বরফ মাখল কালিম্পং এবং দার্জিলিং।  এই মরশুমে ৭ বার তুষারপাত হল দার্জিলিং এ। যা কিনা বিগত ২০ বছরে এই প্রথম। পশ্চিমী ঝঞ্ঝার জেরে আপাতত বৃষ্টি এবং শৈত্যপ্রবাহ অব্যহত থাকবে উত্তর বঙ্গের জেলা গুলিতে। চলবে বৃষ্টিও। আরও কমবে তাপমাত্রা। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মত জেলাগুলিতে।

গতকাল থেকেই মেঘ কেটেছে দক্ষিণে। ফলে রোদ ঝলমলে আকাশেই বাগদেবীর আরাধণায় মেতেছিল দক্ষিণবঙ্গ বাসী।  আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আর নেই বললেই চলে। তবে আগামী কয়েকদিন কমবে পারদ। উত্তরবঙ্গে চলা শৈত্যপ্রবাহের জেরে আরও কয়েকদিন চলবে শীতের আমেজ। সকালের দিকে মাঝারি থেকে ভারী কুয়াশার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়।

আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪° সেলসিয়াস। পরিষ্কারই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গে জারি থাকবে শৈত্যপ্রবাহ। দক্ষিণবঙ্গের কোথাও কোথাও মাঝারি কুয়াশা থাকতে পারে।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর