চড়ছে পারদ, কেমন থাকবে আজকের আবহাওয়া, জানালো আবহাওয়া দপ্তর

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বাড়ছে রাজ্যের তাপমাত্রা।  বৃষ্টিও হয়নি প্রায় গোটা রাজ্য জুড়েই। তবে আগামী ২ দিনের মধ্যেই বাড়তে চলেছে তাপমাত্রা এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাপমাত্রা বাড়তে পারে প্রায়  মাত্র ২-৩° সেলসিয়াস।কয়েকদিনের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৫° সেলসিয়াস।  বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে প্যাচপ্যাচে গরম এবং অস্বস্তিও। জেনে নিন কেমন থাকবে আজকের আবহাওয়া।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :৩২° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২০° সেলসিয়াস
আর্দ্রতা : ৭২%
বাতাস :  ৬.৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭১%

আজকের আবহাওয়া
মঙ্গলবার ভোরে আবহাওয়া অপেক্ষাকৃত ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে  বাড়তে চলেছে রাজ্যের তাপমাত্রা। পারদ চড়বে শহরেরও। পরিষ্কার থাকবে গোটা রাজ্যের সবকটি  জেলাগুলির আকাশই। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০° সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৬%।

উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
রবিবার বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী,  মঙ্গলবার শুকনো থাকবে উত্তরবঙ্গের সবকটি জেলাই।বৃষ্টি থামার পরই  লাফিয়ে বেড়েছে উত্তররবঙ্গের পারদ। তবে আগামী কয়েকদিন ধরে আরও বাড়তে চলেছে তাপমাত্রা। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই তাপমাত্রা বাড়বে ২-৩° সেলসিয়াস। সোমবার দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬° সেলসিয়াস।

অন্যদিকে, আপাতত আগামী কাল সকালের মধ্যে শুকনোই থাকছে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই আরও বাড়তে চলেছে তাপমাত্রা। তাপমাত্রা বাড়ার ফলে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৪-৩৫° সেলসিয়াস। কোথাও কোনও রকম বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ জুড়ে।

আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০° সেলসিয়াস। বেশ ভালোরকম গরম অনুভূত হবে শহর কলকাতায়। বাড়বে উত্তরবঙ্গের তাপমাত্রাও। তবে অংশত মেঘলা থাকতে পারে কিছু এলাকার আকাশ।

X