ধেয়ে আসছে অশনি, কতটা প্রভাব পড়তে চলেছে বাংলায় ?

বাংলাহান্ট ডেস্ক : দক্ষিন আন্দামান সাগর এলাকায় তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত যা আজই ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে। সেই ঘূর্ণিঝড় অশনির প্রভাবেই ভারী থেকে মাঝারি বৃষ্টি চলবে রাজ্য জুড়ে। এক লাফে অনেকটাই কমেছে রাজ্যের তাপমাত্রা। আজও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। আগামী ৫ দিন আবহাওয়া সেরকম পরিবর্তনের সম্ভাবনা নেই গোটা রাজ্যের কোথাওই। মাঝে ৮ তারিখ বৃষ্টি কমলেও আবার ৯ তারিখ থেকে শুরু হয়ে ঝড় বৃষ্টি চলবে ১৩ মে অবধিই।

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৫° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৬°সেলসিয়াস
আর্দ্রতা : ৯২%
বাতাস : ১৩.৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮০%

আজকের আবহাওয়া
শনিবার বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামী ১৩ মে অবধি বজ্র-বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সঙ্গে সঙ্গে বইবে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া। শনিবারও কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণ আন্দামান সাগর এবং সন্নিহিত এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তা এদিন অর্থাৎ রবিবার ৮ মে নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর এই ঘূর্ণিঝড় উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১০ মে নাগাদ অন্ধ্র ওড়িশার উপকূলের কাছে অবস্থান করবে। এরপর তার গতিপথ কোন দিকে হতে পারে, সেদিকে নজর রাখছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি চলবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে বজায় থাকছে বৃষ্টির পরিবেশ। ৮ মে রবিবার সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি পাঁচ জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার সকালের মধ্যে সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায়। মাঝারি থেকে ভারী বৃষ্টিরই সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে। বইবে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দিন পাঁচেকে হিমালয় সংলগ্ন জেলাগুলির দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তারপর ধীরে ধীরে পরিবর্তন হবে উত্তরবঙ্গের আবহাওয়ায়।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ অর্থাৎ রবিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সব কটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৯ মে সোমবার সকালের মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। আগামী কাল অবধি দক্ষিনবঙ্গে কমবে বৃষ্টি। যদিও তারপর আবার ১০ তারিখ থেকে শুরু হয়ে মোটামুটি ১৩ মে অবধি এমনই আবহাওয়া চলবে দক্ষিনবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলাগুলিতেও। ঘূর্ণাবর্তের প্রভাবে বজ্র-বিদ্যুৎ সহ ঝমঝমিয়ে নামবে বৃষ্টি। সঙ্গে জারি থাকবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আগামী ৫ দিন দিনের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না।

আগামী কালের আবহাওয়া
আগামীকাল মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ। ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায়। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩২° সেলসিয়াস এবং ২৬° সেলসিয়াস।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর