বাংলাহান্ট ডেস্ক : সোমবার থেকেই ভোরের দিকে হালকা শীতল থাকছে রাজ্যের আবহাওয়া। বুধবারও এমনটাই থাকবে সকালের দিকের তাপমাত্রা। তারপর ধীরে ধীরে বাড়বে জেলাগুলির পারদ। আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যে। তবে আগামী ৫ দিন সেরকম ভাবে কোনও বড় পরিবর্তন হবে না তাপমাত্রাতেও। দিনের তাপমাত্রায় হেরফের না হলেও রাজ্যের নিম্নমুখী রাতের তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা কমবে গতকালের তুলনায় প্রায় ২° সেলসিয়াস।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :৩৩° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৮° সেলসিয়াস
আর্দ্রতা : ৭৩%
বাতাস : ৭.৪ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬৮%
আজকের আবহাওয়া
বুধবার ভোরে আবহাওয়া অপেক্ষাকৃত ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে চলেছে রাজ্যের তাপমাত্রা। পারদ চড়বে শহরেরও। পরিষ্কার থাকবে গোটা রাজ্যের সবকটি জেলাগুলির আকাশই। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮° সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৩%।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
রবিবার বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে শুকনো থাকবে উত্তরবঙ্গের সবকটি জেলাই। আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাপমাত্রার হেরফের ঘটার সেরকম কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবার দার্জিলিং এর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৬° সেলসিয়াস।
অন্যদিকে, আগামী কাল সকালের মধ্যে শুকনোই থাকছে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া। আগামী ৪৮ ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের খুব একটা পরিবর্তন হবে না উষ্ণতার। যদিও। বিগত ২ দিনের চেয়ে বেশ কিছুটা কম বুধবারের সর্বনিম্ন তাপমাত্রা। কোথাও কোনও রকম বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গ জুড়ে।
আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০° সেলসিয়াস। বেশ ভালোরকম গরম অনুভূত হবে শহর কলকাতায়। বাড়বে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রাও। তবে অংশত মেঘলা থাকতে পারে কিছু এলাকার আকাশ।