বাংলাহান্ট ডেস্ক : শীত বিদায় নিয়েছে রাজ্য থেকে। একধাক্কায় অনেকখানি তাপমাত্রা বেড়ে এখন ভরা মাঘেই ফাগুনের ছোঁয়া বাংলায়। তবে বেশিদিন স্থায়ী হবে না এই অকাল বসন্ত। সরস্বতী পুজোর আগেই বৃষ্টিতে ভাসবে গোটা রাজ্য। আরও প্রায় ২-৩° বাড়বে তাপমাত্রাও।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :২৭° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৯° সেলসিয়াস
আদ্রতা : ৭৫%
বাতাস : ১১.১কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৮৩%
আজকের আবহাওয়া
ফেব্রুয়ারির শুরু থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে রাজ্যে। আজ আকাশ পরিষ্কার থাকলেও কাল থেকেই বৃষ্টি শুরু হতে পারে শহর কলকাতাতেও। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯° সেলসিয়াস। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাষ্প রাজ্যে ঢোকায় বেশ অনেকটাই বেশি থাকবে আপেক্ষিক আদ্রতার পরিমাণ। বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও সকালের দিকে কুয়াশাচ্ছন্নই থাকবে আকাশ। আগামীকাল থেকেই অবশ্য বদলাবে আবহাওয়া। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.২° সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে প্রায় ১° বেশি।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
আজ সকালের মধ্যেই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্র-বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল দার্জিলিং এবং কালিম্পং জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হলেও শুকনো থাকবে বাকি জেলাগুলি। ৪ তারিখ থেকে বাড়বে বৃষ্টিপাত, বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবকটি জেলাতেই। একই সঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলায় ধসের সম্ভাবনাও থাকছে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের তাপমাত্রা ২-৩° বৃদ্ধি পাবে আজ থেকেই।
অন্যদিকে ৩রা ফেব্রুয়ারি সকাল অবধি শুকনো থাকবে দক্ষিণবঙ্গের সবকটি জেলাই। বৃহস্পতিবারই বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে। শুক্রবার থেকে আরও বাড়বে বৃষ্টির পরিমাণ। সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, দুই বর্ধমান এবং মুর্শিদাবাদে প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ৫ তারিখ বিকেল থেকে আবার উন্নতি হবে আবহাওয়ার। আগামী ৩ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে প্রায় ২-৩° সেলসিয়াস। একই সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকা থাকবে আকাশ।
আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯° সেলসিয়াস। হালকা বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে রাজ্যের বিভিন্ন এলাকায়।