বাংলাহান্ট ডেস্ক : ‘বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা…’ প্রেম দিবস আজ। আকাশে বাতাসে ভাসছে প্রেমের রেণু। তবে কেমন থাকবে আজকের আবহাওয়ার ভাবগতিক? আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী দিনদুয়েক রাজ্যে জারি থাকবে শীতের রেশ। সকালে কুয়াশাচ্ছন্ন থাকলেও রোদ ঝলমলে থাকবে আকাশ। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাজ্যজুড়ে।
আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা :২৬° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ১৩° সেলসিয়াস
আর্দ্রতা : ৮২%
বাতাস : ৩.৬ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭৮%
আজকের আবহাওয়া
গত কয়েকদিন ধরেই হালকা শীতের আমেজ রাজ্যে। কমেছে বৃষ্টিও। সোমবার সকালে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাবে। প্রেম দিবসে রোদঝলমলে একটি দিন উপহার পাবেন রাজ্যবাসী। উন্নতি হবে পাহাড়ের আবহাওয়ারও। রৌদ্রজ্বল থাকবে পাহাড়ের আকাশ। আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৬° সেলসিয়াস এবং ১৩° সেলসিয়াস।
উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়া
আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী কাল অবধি শুকনো থাকবে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া। রৌদ্রজ্বল থাকবে আকাশ। তবে বুধবার বজ্র-বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। আগামী দিন দুয়েক রাতের তাপমাত্রায় কোনো পরিবর্তন না হলেও তারপর বুধবারের পর থেকে বাড়বে তাপমাত্রা। পারদ চড়তে পারে প্রায় ২-৪° অবধি।
উত্তরবঙ্গের মতই আগামী ১৫ তারিখ অবধি শুকনো থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আকাশও থাকবে রৌদ্রজ্বল। তাপমাত্রা খুব একটা না কমলেও শীতের রেশ বজায় থাকবে বঙ্গে। তবে আগামী ২-৩ দিন আবহাওয়ায় সেরকম কোনো বড় বদলের সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা কিছুটা কমলেও মোটামুটি অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা। বুধবারের পর থেকে বাড়তে পারে তাপমাত্রা। হালকা কুয়াশা থাকতে পারে বেশ কিছু এলাকায়।
আগামী কালের আবহাওয়া
আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫° সেলসিয়াস। সকালের দিকে হালকা কুয়াশাছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলে যাবে আবহাওয়া। চমৎকার রৌদ্রজ্বল থাকবে বঙ্গের আবহাওয়া।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার