আবহাওয়ার খবর: একাধিক জেলায় জারি তাপপ্রবাহ, তারই মধ্যে কবে বৃষ্টি কলকাতায়?

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য জুড়ে চলছে দাবদাহ। রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির আভাস থাকলেও আপাতত স্বস্তি নেই দক্ষিণবঙ্গে। যদিও আগামী কয়েকদিনের মধ্যেই দক্ষিণবঙ্গের পরিস্থিতিও পরিবর্তন হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। কবে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে? জেনে নিন

আবহাওয়ার খবর
সর্বোচ্চ তাপমাত্রা : ৩৬° সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৭°সেলসিয়াস
আর্দ্রতা : ৮৯%
বাতাস :  ২২.২কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৭১%

আজকের আবহাওয়া
বৃহস্পতিবার বিকেলে দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, শুক্রবার পরিষ্কার থাকবে শহর কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে। কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতার কারণে তুঙ্গে থাকবে অস্বস্তি। আপাতত কোনও রকম স্বস্তির আভাস না থাকলেও শনিবার থেকে পরিস্থিতির বেশ কিছুটা পরিবর্তন হতে পারে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। শনিবার থেকে দক্ষিণবঙ্গের আকাশে মেঘের দেখা মিলতে পারে যার জেরে বেশ কিছুটা কমতে পারে শহরের গরম।

উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
বৃহস্পতিবার দেওয়া আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ২৯ এপ্রিল শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৩০ এপ্রিল শনিবার সকালের মধ্যেও বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। একই সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও। আগামী ৪৮ ঘন্টা তাপমাত্রার তেমন বড় কোনও পরিবর্তন না হলেও দিন দুয়েক পর বেশ কিছুটা কমবে তাপমাত্রা।

আপাতত গরম অব্যাহত থাকছে দক্ষিণবঙ্গে। আগামী ২৪ ঘন্টার মধ্যে নেই কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলায় বইছে তাপপ্রবাহ। ৩০ এপ্রিল শনিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্রই আবহাওয়া শুকনো থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু এরপর কোনও কোনও জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও ২৯ এপ্রিল অর্থাৎ আজ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহ চলবে। আগামী দিন দুয়েক আবহাওয়ার কোনও।পরিবর্তন না হলেও তারপর ধীরে ধীরে কমবে তাপমাত্রা। তাপমাত্রা ২-৩° অবধি কমার সম্ভাবনা রয়েছে।

আগামী কালের আবহাওয়া
আগামীকাল হালকা মেঘাচ্ছন্ন থাকবে কলকাতা সহ সংলগ্ন এলাকার আকাশ। বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের আশেপাশের কয়েকটি জায়গায়। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। আগামীকাল শহর কলকাতার তাপমাত্রায় থাকবে ৩৫° সেলসিয়াস এবং ২৭° সেলসিয়াস।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর